ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

বগুড়ায় আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ০৫:৪৩, ৪ ডিসেম্বর ২০১৭

বগুড়ায় আওয়ামী লীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন (৬৫)। তিনি গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। রবিবার বিকেল ৪ টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকশাপাড়া গ্রামের মোড়ে বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রিয়াদ হোসেন, গৃহবধূ আঙ্গুরী খাতুন ও তার ছেলে আসাদুল ইসলাম। পাবনায় দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, ট্রাক ও মিশুকের সংঘর্ষে দুই যাত্রী নিহত ও চালকসহ আরও চারজন আহত হয়েছে। শনিবার দুপুর দুটার দিকে শহরের নূরপুর ডাকবাংলোর সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এক যাত্রী বদিউজ্জামান (৪৫)। তার গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামে। অপর এক নারীর পরিচয় জানা যায়নি। বাগেরহাটে আওয়ামী লীগ নেতা স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী খান নুরুল ইসলাম (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত ৮টায় গোপালগঞ্জের বেতগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। নুরুল ইসলাম বাগেরহাট শহরের দশানী এলাকার খান আব্দুল হাকিমের ছেলে। বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইবনে মিজান হিরু জানান, খান নুরুল ইসলাম ঢাকা থেকে দোলা পরিবহনের একটি বাসে বাগেরহাটে ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে গোপালগঞ্জ হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। যশোরে ঠিকাদারসহ দুই স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, সেনানিবাসের কাছে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গল গাজি (৮৫) ও আব্দুর রহিম (৫৫) নামে দুই ব্যক্তি মারা গেছেন। এ সময় মাসুদুর রহমান নামে এক ঠিকাদার গুরুতর আহত হন। দুর্ঘটনা দুটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এবং বেলা ১১টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কে সেনানিবাসের কাছে শানতলায়। নিহত মঙ্গল গাজি শহরতলির শানতলার দেনরুল গাজির ছেলে। আব্দুর রহিম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পাশে শুকুর আলীর ছেলে। অন্য দুর্ঘটনায় হতাহতের মধ্যে মাসুদুর রহমান ঠিকাদার, আর আব্দুর রহিম টেইলার্স মাস্টার। রাজশাহীতে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ী উপজেলায় ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম তরিকুল ইসলাম (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাট ফুলবাগান এলাকার বাসিন্দা। তার বাবার নাম কালু মিয়া।রবিবার সকাল ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার ঘুণ্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বরিশালে শিশু স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাসের চাপায় রোহান নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রোহান উপজেলার দক্ষিণ সানুহার গ্রামের তোতা হাওলাদারের পুত্র ও স্থানীয় একটি নুরানী মাদ্রাসার ছাত্র। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, রোহান রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ওই সময় বরিশাল থেকে কাঠালবাড়িগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রোহান মারা যায়। কিশোরগঞ্জে আরোহী নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে আলতাব উদ্দিন (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সদরের লতিবাবাদ চরপাড়া গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কলাপাড়ায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, পৌরশহরের খেপুপাড়া হাইস্কুল মাঠ সংলগ্ন সড়কে হোন্ডার পেছন থেকে ছিটকে পড়ে পিক-আপের চাপায় মারা গেছে গৃহবধূ মাজেদা খাতুন (৪৫)। রবিবার বিকেল চারটা কুড়ি মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় একই হোন্ডার চালক নিহতের জামাই রাকিব ও স্বামী জাহাঙ্গীর মৃধা গুরুতর জখম হয়। রাকিব জানায়, তিনি শ্বশুর-শাশুড়িকে নিয়ে কড়ইবাড়িয়া গ্রামের এক রোগী দেখে নিজ গ্রামের বাড়ি বালিয়াতলীর মুছুল্লীয়াবাদ গ্রামে ফিরছিল। পাওয়ার হাউস সড়ক দিয়ে হোন্ডা সদর সড়কে ওঠার সময় সোজা যাওয়া পিক-আপের সামনে পড়লে হঠাৎ হোন্ডা ব্রেক কষলে পেছন থেকে ছিটকে পড়ে মাজেদা। চাপা পড়ে পিক-আপের চাকায়।
×