ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে দুই শিশুসহ মাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪২, ৪ ডিসেম্বর ২০১৭

কিশোরগঞ্জে দুই শিশুসহ মাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ ডিসেম্বর ॥ পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শিশুসন্তানসহ মাকে হত্যার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের মাস্টার্সের ছাত্র ঘাতক আব্দুল কাদির মবিনের উপর্যুপরি দায়ের কোপে চাচি গৃহবধূ তাসলিমা আক্তার (২৮), শিশুসন্তান নিলয় (১০) ও রাইসা আক্তার (৮) খুন হয়। এ সময় গৃহবধূর স্বামী মোশারফ হোসেনও গুরুতর আহত হয়ে বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে উপজেলার তারাকান্দি পূর্বপাড়া গ্রামে এ ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক মবিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ছোটভাই রাজমিস্ত্রি মোশারফ হোসেনের সঙ্গে বড়ভাই কাতার প্রবাসী সামছুল আলমের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বাড়িতে সামছুল আলমের স্ত্রী-সন্তানদের সঙ্গে প্রায়ই মোশারফ হোসেনের পরিবারের ঝগড়াবিবাদ হতো। এ ব্যাপারে কয়েকবার স্থানীয়রা সালিশ করেও ঘটনার কোন মীমাংসা করতে পারেনি। পারিবারিক বিরোধের কারণে সামছুল আলমের স্ত্রী-সন্তানরা কিশোরগঞ্জ জেলা শহরে বাসা ভাড়া নিয়ে বাস করতেন। ঘটনার আগের দিন শুক্রবার রাতে সামছুল আলমের ছেলে মবিন তারাকান্দি গ্রামের নিজবাড়িতে গিয়ে সেখানে রাত যাপন করেন। পরদিন শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঘুম থেকে উঠেই প্রথমে মবিন বাড়ির উঠোনের চুলায় রান্না করতে যাওয়া চাচি তাসলিমা আক্তারকে এবং পরে তার ছেলে নিলয় ও মেয়ে রাইসাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় চাচা মোশারফ হোসেন তাদের চিৎকারে ঘুম থেকে স্ত্রী-সন্তানদের রক্ষা করতে এগিয়ে গেলে ভাতিজা মবিন তাকেও উপর্যুপরি কুপিয়ে জখম করে। এলাকাবাসী ঘাতক মবিনকে ধরে গাছের সঙ্গে বেঁধে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মবিনকে আটক করাসহ ধারালো দাটি উদ্ধার করে। গুরুতর আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হবিগঞ্জে সাবেক ইউপি সদস্য নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, ওয়াকফ এস্টেটের জমি দখল সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জের যশকেশরী গ্রামে দু’দল লোকের মধ্যে সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নূরুল আমিন নিহত এবং আহত হয়েছে ১৫ জন। ময়নাতদন্ত শেষে রবিবার নিহতের দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, ওই উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামের এ্যাডভোকেট জিল্লুর রহমান চৌধুরী এবং ইঞ্জিনিয়ার আব্দুল আহাদের মধ্যে কেবি ওয়াকফ এস্টেটের কিছু জমির দখল নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমির দখল নিয়ে তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এই বিরোধপূর্ণ জমির দখল নিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইঞ্জিনিয়ার আব্দুল আহাদের পক্ষের সাবেক ইউপি মেম্বার নূরুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পবিত্র ঈদে-মিলাদুন্নবী উদযাপন নিয়ে কথাকাটাকাটির জের ধরে শনিবার দুপুরে হবিগঞ্জের উপজেলা চুনারুঘাটের রানীকোট বাজারে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন। তন্মধ্যে রমিজ, ফিরোজ, উজ্জ্বল, নুনু, সজল, শাহ আলম, আম্বিয়াকে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ওই গ্রামের রমিজ উদ্দিনের পুত্র নুরুল হক জেহাদী ও ময়নাবাদ গ্রামের আব্দুল মালেকের পুত্র শাহিন মিয়ার মধ্যে ওই মিলাদুন্নবী নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রায় পৌনে এক ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরিদপুরে আহত ৩৭ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, নগরকান্দায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩৭ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের ঝাটুরদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শনিবার রাতে নগরকান্দা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, জমির সীমানা নিয়ে ঝাটুরদিয়া গ্রামের আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান শিকদার সমর্থক মোহাম্মদ আলী সিকদারদের সঙ্গে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শহীদ খান গ্রুফের সমর্থক গোলাপ খানদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজারে মোহাম্মদ আলী সিকদারের ছেলে ইমদাদ সিকদারকে পিটিয়ে আহত করে গোলাপ খানের সমর্থকরা। রাতেই ইমদাদ সিকদারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত দেড় ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে ৩৭ জন আহত হয়। আহতদের মধ্যে রবীন সিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঝিনাইদহে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, হরিণাকু-ু উপজেলার পার-মথুরাপুর গ্রামে গরুতে ক্ষেতের সবজি খাওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, জেলার হরিণাকু-ু উপজেলার পার-মথুরাপুর গ্রামের মাতব্বর মকি বিশ্বাসের সমর্থকদের গরুতে শুক্রবার বিকেলে একই গ্রামের নিয়ামত ম-লের সমর্থকদের ক্ষেতের পালং শাক খেয়ে ফেলে। এ ঘটনার জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা শনিবার সকাল ৯টার দিকে পার-মথুরাপুর গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। সিলেটে আহত ৩৫ স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, জৈন্তাপুরে একটি পাথর কোয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শিবপুর পাথর কোয়ারির জমি দখল কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং স্থানীয় দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রবিবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাগুরায় আহত ১২ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, রবিবার দুপুরে মহম্ম্দপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চরবড়রিয়া গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং ৫ জনকে মহম্ম্দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ১০/১২টি বাড়ি ভাংচুর হয়।
×