ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:৪১, ৪ ডিসেম্বর ২০১৭

টু  ক রো  খ  ব  র

সেনাসদস্য হত্যা মামলায় গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম (৫০) হত্যা মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। ছিনাতাইয়ে অভিযুক্ত আব্দুল হালিম বগা ও রাকিব নামে ২ সন্ত্রাসী শুক্রবার রাতে গুলিবিনিময়ের সময় পায়ে গুলিবিদ্ধ হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো-লাল মিয়া ওরফে বিষু এবং রবিউল। ২৯ নভেম্বর রাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিনতাইকারীদের হাতে খুন হয়। পুলিশ জানায়, ঘটনার পরের দিন এই মামলায় প্রথমে লাল মিয়াকে গ্রেফতার করা হলে সে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। তার তথ্যানুযায়ী পরে শাকপালা এলাকা থেকে অপর ৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গণপিটুনিতে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ রায়পুরায় গণপিটুনিতে জাকির হোসেন (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। শনিবার ভোর রাতে রায়পুরা উপজেলার দড়ি-হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, শনিবার রাত ৩টার দিকে ৮/১০ জন ডাকাত গ্রামের জাকির মাওলানার বাড়িতে হানা দেয়। ডাকাত ঘরে প্রবেশ করেই পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাত দল ঘরের আলমিরা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ টাকা লুট করে। এতে বাধা দিতে গেলে তাদের মারপিট শুরু করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এলাকাবাসীরা ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় জাকির নামে এক ডাকাতকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত জাকিরের মৃত্যু হয়। অপর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। আট বছরের শিশুকে ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩ ডিসেম্বর ॥ কালকিনিতে খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর এ ঘটনায় আবদুর রহিম বোপারী-(৩৮) নামের এক লম্পটকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রাম গ্রামের আবদুল হক বেপারির লম্পট ছেলে রহিম বেপারি একেই গ্রামের এক শিশুকে খেলনা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। এ সময় ওই শিশুকে ধর্ষণ করে রহিম বেপারি। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ধর্ষক রহিম বেপারিকে আটক করে ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এবং নির্যাতিত শিশুকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয় ডাসার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিত শিশুর পরিবার। এদিকে রবিবার সকালে ধর্ষক রহিম বেপারিকে মাদারীপুরে জেলহাজতে প্রেরণ করেন পুলিশ। রোহিঙ্গা নারী পাচারের দায়ে সাজা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার আশ্রয় শিবির থেকে রোহিঙ্গা যুবতী পাচারের সময় দুই মৌলবিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৭ মাসের কারাদ- দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। জানা গেছে, উখিয়ার বালুখালী আশ্রয় শিবির থেকে এক রোহিঙ্গা যুবতীকে পাচারের সময় উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকিতে ধরা পড়ে খুলনার রফিকুল ইসলাম ও সাতক্ষীরার হারুনুর রশিদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে উখিয়ার বালুখালী খেলার মাঠ অস্থায়ী আশ্রয় শবির থেকে এক যুবতী নারীকে (রোহিঙ্গা) খুলনা নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তিদ্বয়। হাতেনাতে ধরা পড়ার পর আদালতের কাছে অপরাধ স্বীকার করায় শুক্রবার সন্ধ্যায় তাদেরকে কারাদ- দেয়া হয়। দ-প্রাপ্ত দুই ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদেরকে মসজিদের ইমাম পরিচয় দেন। টেকনাফে শীর্ষ দালাল আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত ও শীর্ষ মানব পাচারকারী টেকনাফের বাহারছড়া বড়ডেইল এলাকার কামরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। শনিবার ভোর রাতে টেকনাফ বাহারছড়ার বড়ডেইল এলাকায় অভিযান চালায় টেকনাফ থানা পুলিশ। পুলিশ জানান, গ্রেফতারকৃত কামরুল ইসলাম চিহ্নিত সন্ত্রাসী ডাকাত ও শীর্ষ মানব পাচারকারী। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় কয়েকটি ডাকাতি, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সে স্থানীয় নুর জামানের পুত্র। মেডিক্যাল টেকনোলজিস্টদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বেসরকারী প্রতিষ্ঠানে চাকরির নীতিমালা প্রণয়নসহ আট দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে মেডিক্যাল টেকনোলজিস্টরা। রবিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি)। মানববন্ধনে আওয়ামী লীগের নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ রায় দেবু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আটটি প্রস্তাব উপস্থাপন করা হয়। ভবনের নির্মাণ কাজ উদ্বোধন স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন এমপি শনি ও রবিবার প্রধান অতিথি হিসেবে এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খারিজ্জমা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এ্যাডভোকেট আবদুল খালেক। প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুজ্জামান লিকন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা। খারিজ্জমা কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ও পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়। ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ যুবলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা। রবিবার দুপুরে শাহবাজপুর প্রথম গেটের সামনে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। অবরোধকারীরা এ সময় জেলা যুবলীগের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারী নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সরাইল উপজেলা যুবলীগের নেতারা শাহবাজপুর ইউনিয়ন কমিটির কাউকে না জানিয়ে হঠাৎ জাতীয় পার্টি এবং ছাত্রদলের সমর্থকদের দিয়ে টাকার বিনিময়ে নতুন কমিটি ঘোষণা দেন। বিক্ষুব্ধরা অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানান। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ ডিসেম্বর ॥ পুকুরের পানিতে ডুবে মারা গেছে আড়াই বছর বয়সি একটি শিশু। শনিবার দুপুর ১টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ওই শিশুটির নাম মো. মোরসালেহিন। সে ওই গ্রামে মোঃ আছরউদ্দিনের ছেলে। আছরউদ্দিন একজন কৃষক। দুই ভাইয়ের মধ্যে মোরসালেহিন ছোট। কুলিদের সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, ভুটান ও নেপাল থেকে আমদানিকৃত পাথরসহ বিভিন্ন পণ্য খালাস কাজের দাবিতে কুলি শ্রমিকদের একটি সংগঠন বাংলাবান্ধা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৭ ঘণ্টা পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সিপাইপাড়া নামক স্থানে এ অবরোধ কর্মসূচী পালন করা হয়। ফলে সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়ে স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশে যাতায়াতাকারী পর্যটক, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। পরে পুলিশ গিয়ে তাদের অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যৌন হয়রানি রোধে গণশুনানি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ‘যৌন হয়রানি প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক গণশুনানি অনুষ্ঠানে বক্তারা বলেন, যখনই কোন মেয়ে যৌন হয়রানির শিকার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সে তা চেপে যায়। কারণ, যৌন হয়রানির শিকার হওয়া মেয়েটি বা নারীকেই নানাভাবে দোষারোপ করা হয়। তাছাড়া কোথায় বা কিভাবে অভিযোগ দায়ের করবে, এ বিষয়টাও অনেকেই জানেন না। নগরীর একটি হোটেলে শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল গার্লস এ্যাডভোকেসি এলায়েন্স প্রকল্প এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। আর সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি। প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইন চার্জ ফেরদৌসি শাহনাজ।
×