ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিনের বাদশাকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৫:৪১, ৪ ডিসেম্বর ২০১৭

জিনের বাদশাকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দীর্ঘদিন ধরে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল নাজমুল হুদা নামের এক ভ-। জিন তাড়ানো ও বিভিন্ন অসুখে পানিপড়া দিয়ে সহজ সরল মানুষের পকেট খালি করে আসছিল সে। কথিত সেই জিনের বাদশাকে এবার হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। রবিবার সকালে কৌশলে রাজশাহী নগরীর গ্রেটার রোড মসজিদের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে কথিত এ জিনের বাদশাকে পুলিশে সোপর্দ করেছেন। প্রতারক জিনের বাদশা নাজমুল হুদা জেলার পবা উপজেলার দামকুড়া এলাকার আব্দুস সালামের ছেলে। বাল্যবিবাহ রোধে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ ডিসেম্বর ॥ তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষমতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে বাল্যবিবাহের কারণ ও প্রতিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি। জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, সংসদ সদস্য ও এ্যাডভাইজারি গ্রুপ অন হেলথ আইপিইউর সভাপতি ডাঃ হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল প্রমুখ।
×