ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামলা ও হুমকি থেকে বাঁচার দাবিতে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:৪০, ৪ ডিসেম্বর ২০১৭

মামলা ও হুমকি থেকে বাঁচার দাবিতে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ ডিসেম্বর ॥ সন্ত্রাসী ফারুক বাহিনীর হাত থেকে বাঁচার দাবিতে মুজিবুর রহমান নামে মিঠামইনের এক মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকেলে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর পরিবারের বিরুদ্ধে জমিজমা আত্মসাত করার উদ্দেশ্যে সন্ত্রাসী ফারুক বাহিনী প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধার তিনটি দোকানঘরও সন্ত্রাসীরা ভেঙে নিয়ে গেছে। লিখিত বক্তব্যে তিনি আরও জানান, বঙ্গবন্ধুর ডাকে তিনি এবং তার বড়ভাই রফিকুর রহমান মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। কিন্তু আজ তাঁর পরিবার একই গ্রামের নেশাখোর সন্ত্রাসী ফারুক বাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার। এরা একের পর এক মিথ্যা অভিযোগে মামলা করে হয়রানি করছে। ফারুক তার প্রধান সহযোগী ইয়াকুবের মাধ্যমেও মিঠামইন থানায় মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও তার আত্মীয়দের বিরুদ্ধে মামলা করিয়েছেন। তারা মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে যে কোন সময় খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। গত ২৮ নবেম্বর রাতেও ফারুক তার ০১৭১৭০৩৯২৬৪ নম্বর থেকে মোবাইল ফোনে তার দুই আত্মীয়ের ০১৭৪৮৯৩৫৭১২ এবং ০১৭৪৪৬৫৪১৬৬ মোবাইল নম্বরে ফোন করে মুজিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে কারাগারে পাঠাবে বলে হুমকি দিয়েছেন। তবে ফারুকের ওই মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও সেটি এখন আর ব্যবহৃত হচ্ছে না বলে জবাব আসে। উপস্থিত ছিলেন মুজিবুর রহমানের ভাই সিরাজুল হক ভূঁইয়া, সন্তান মাহমুদুর রহমান প্রমুখ।
×