ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেশি দামে বিক্রি

বিএডিসির ধানবীজ কিনতে কৃষকের অনাগ্রহ

প্রকাশিত: ০৫:৪০, ৪ ডিসেম্বর ২০১৭

বিএডিসির ধানবীজ কিনতে কৃষকের অনাগ্রহ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলায় কৃষকরা বিএডিসির বীজের প্রতি আগ্রহ হারিয়েছেন। এর বদলে তারা ঝুঁকে পড়েছেন হাইব্রিড ধান চাষে। চাহিদা বাড়ায় কোম্পানির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির হাইব্রিড বীজ। ডিলাররা এই তথ্য স্বীকার করলেও সরকারী কর্মকর্তারা বলছেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে বীজ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বিআর-২৮ জাতের প্রত্যায়িত, মান ঘোষিত ও ভিত্তি বীজ প্রস্তুত করে প্রত্যেক উপজেলায় তালিকাভুক্ত ডিলারদের মাঝে তা সরবরাহ করে। অভয়নগরে ১৮ ডিলার রয়েছেন। চলতি মৌসুমে প্রায় ৪০ টন বীজ উত্তোলন করেছেন এসব ডিলার। ডিলার মুজিবর রহমান জানান, বিএডিসির বীজ খুব কম বিক্রি হচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, যেখানে প্রতিদিন ২-৩ টন হাইব্রিড বীজ বিক্রি হচ্ছে সেখানে এক মাসে বিএডিসির বিআর-২৮ জাতের বীজ বিক্রি হয়েছে ১৫ টন। প্রত্যেক ডিলারের গুদামে বিএডিসির বিপুল বীজ মজুদ রয়েছে। বীজ কিনতে আসা অভয়নগরের দেয়াপাড়া গ্রামের কৃষক শওকত হোসেন (৪৮) বলেন, আমি গত বছর বিএডিসির বিআর-২৮ জাতের ধান চাষ করে লোকসানে পড়েছিলাম। ধানে প্রচুর পরিমাণে চিটা হয়েছিল। তা ছাড়া রোগে অনেক ধান নষ্ট হয়ে গিয়েছিল। তাই এ বছর হাইব্রিড ধান চাষ করব। মহাকাল গ্রামের কৃষক আব্দুল করিম (৫৫) বলেন, হাইব্রিড ধানে ফলন বেশি। তাই বিএডিসির ২৮ বাদ দিয়ে এ বছর হাইব্রিড ধান চাষ করব।
×