ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনা রোধে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৯, ৪ ডিসেম্বর ২০১৭

দুর্ঘটনা রোধে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩ ডিসেম্বর ॥ দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মানববন্ধন-সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে তারা নোয়াখালী সরকারী কলেজ থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা জেলা শহরসহ বিভিন্ন স্থানে প্রয়োজনের তুলনায় চলমান অতিরিক্ত ইজিবাইক, অটোরিক্সা ও সিএনজিচালিত অটোরিক্সা কমানো, প্রশিক্ষিত চালক দ্বারা যানবাহন চালানোর ব্যবস্থা করা, জেরা শহর থেকে চৌমুহনী পর্যন্ত টাউনবাস সার্ভিসের ব্যবস্থা করা, চৌমুহনী থেকে সোনাপুর পর্যন্ত বিকল্প সড়ক নির্মাণ, জেলা শহরের সংযোগ সড়কগুলো সংস্কার, দিনের বেলায় মাটি ও বালুবাহী পিকআপভ্যান চলাচল বন্ধ রাখা, যত্রতত্র দূরপাল্লার গাড়ি পার্কিং বন্ধ করা এবং শহরতলিতে সব প্রকার যানবাহনের গতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা তথাকথিত দুর্ঘটনার নামে হত্যায় জড়িত চালকদের কঠোর শাস্তির দাবি করেছেন। এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী সরকারী কলেজের সাইফুল, মাহাদি ও বাপ্পি প্রমুখ।
×