ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে সমাবেশ

প্রকাশিত: ০৫:৩৯, ৪ ডিসেম্বর ২০১৭

শান্তি চুক্তির দুই দশক পূর্তিতে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩ ডিসেম্বর ॥ রাঙ্গামাটিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২ দশক পালন করা হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‌্যালি ও আলোচনা সভা করেছে। শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটির জিমনেসিয়াম মাঠে চুক্তির ২ দশক উপলক্ষে এক সমাবেশ করেছে। জেএসএস এর রাঙ্গামাটি শাখার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেএসএস নেতা ও রাঙ্গামাটি সংসদ সদস্য ঊষাতন তালুকদার এমপি। এতে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ হোসাইন কবির, চট্টগ্রাম কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অশোক শাহা, জেএসএস নেতা মঙ্গল কুমার চাকমা প্রমুখ। প্রধান অতিথির ভাষণে ঊষাতন তালুকদার রাঙ্গামাটি প্রশাসন তার কোন পরামর্শ নেয় না বলে অভিযোগ করেন।
×