ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনে আবু জাফর সাবু সংবর্ধিত

প্রকাশিত: ০৫:৩৮, ৪ ডিসেম্বর ২০১৭

রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনে আবু জাফর সাবু সংবর্ধিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ ডিসেম্বর ॥ রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে বিভাগীয় লেখক পরিষদের আয়োজনে শুক্রবার দিনব্যাপী রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়। বিশুদ্ধ আত্মা, সুন্দর সমাজ এই স্লোগান নিয়ে বিভাগীয় লেখক পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। বৃহত্তর রংপুর ও দিনাজপুরের ৮টি জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রবীণ ও নবীন কবি, সাহিত্যিকরা এই সম্মেলনে অংশ গ্রহণ করে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশবরেণ্য শিশু সাহিত্যিক ও প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদুভাই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক নাসরিন জাহান। বিভাগীয় লেখক পরিষদের সভাপতি ড. এআইএম মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী এবং সমাপনী পর্বে বক্তব্য রাখেন রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্যাহ আল ফারুক, সাহিত্যিক গবেষক মতিউর রহমান বসুনিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কবি সাহিত্যিক সাংবাদিক দিলরুবা শাহাদৎ, মাহবুবুল ইসলাম, আফতাব হোসেন, তৌহিদুল ইসলাম কনক, রকিবুল হাসান বুলবুল, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, রেজাউল করিম মুকুল, খন্দকার ফকরুল আনাম বেঞ্জু ও রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমেদ প্রমুখ। সাহিত্য সম্মেলনে ৮টি জেলার গুণী সাহিত্যিককে সম্মাননা প্রদান করা হয়।তারা হলেন- রংপুরের রফিকুল হক দাদুভাই, গাইবান্ধার আবু জাফর সাবু, পঞ্চগড়ের শাহজামাল সরকার, কুড়িগ্রামের সর্দার মোঃ রাজ্জাক, লালমনিরহাটের মুকুল রায়, দিনাজপুরের লায়লা চৌধুরী, ঠাঁকুরগাওয়ের এটিএম মাহবুবুর রহমান এবং নীলফামারী জেলার সৈয়দ রশীদ। গুণী সাহিত্যিকদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন বরেণ্য সাহিত্যিক সাংবাদিক রফিকুল হক দাদুভাই ও কথা সাহিত্যিক নাসরিন জাহান।
×