ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মা-শিশুর মৃত্যুহার কমাতে সরকার পদক্ষেপ নিয়েছে ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ৪ ডিসেম্বর ২০১৭

মা-শিশুর মৃত্যুহার কমাতে সরকার পদক্ষেপ নিয়েছে ॥ পূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৩ ডিসেম্বর ॥ নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে নানামুখী উন্নয়নের পদক্ষেপ নিয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গর্ভবতী মায়ের নিরাপদ প্রসবের ব্যবস্থা করেছে। শনিবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদফতর আয়োজিত কর্মশালায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলীর সভাপতিত্ব করেন ডাঃ নাজমুল হোসেইন ।
×