ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৩৪, ৪ ডিসেম্বর ২০১৭

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দের ঘটনায় বাংলাদেশে আটক ভারতীয় ট্রাক ফেরত দেয়ার দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। একই দাবিতে গত বৃহস্পতিবার থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ী সংগঠন পেট্রাপোল চেকপোস্ট সিএ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন। শনিবার (২ ডিসেম্বর) রাতে বেনাপোল বন্দরে বেনাপোল ও পেট্রাপোলের কাস্টমস এবং বন্দর নেতাদের সিদ্ধান্তে আটক ট্রাকটি হস্তান্তর করা হয়। পরে ধর্মঘট তুলে নেন ব্যবসায়ীরা। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়ে বলেন, গত ৮ নবেম্বর রাত সাড়ে ১০টায় আগ্নেয়াস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে একটি ভারতীয় ট্রাকে (নি-২৩ প-০৩৭৩) তল্লাশি করে কাস্টমস, বন্দর, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্য। তারা ট্রাক থেকে কালো পলিথিনে মোড়ানো একটি পুরনো ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করে। এ সময় বেনাপোল পোর্ট থানা ট্রাকটি আটক করে। আর এই ট্রাকটি ছেড়ে দেয়ার দাবিতে ভারতীয় সিএ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা গত বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয়। আলোচনার মাধ্যমে রবিবার থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর রবিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ১২৫টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।
×