ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৩৪, ৪ ডিসেম্বর ২০১৭

গাইবান্ধা চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ ডিসেম্বর ॥ গাইবান্ধা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন শনিবার চেম্বার কার্যালয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি তার ভোটাধিকার প্রয়োগ করেন। যারা নির্বাচিত হয়েছেন অর্ডিনারি গ্রুপে- শাহজাদা আনোয়ারুল কাদির, মোঃ আব্দুল লতিফ হক্কানী, মোঃ আনোয়ারুল কাদির ফুল, মোঃ নাজির হোসেন প্রধান, শহিদুল ইসলাম শান্ত, মোঃ নওশের আলম, সুদেব কুমার চৌধুরী, মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্দুস সবুর সরকার, মোঃ সেলিম মিয়া, মোঃ মির্জা হাসান, মোঃ সাইদুর রহমান এবং এসোসিয়েট গ্রুপে- মোক্তাদুর রহমান মিঠু, মোঃ সানোয়ার হোসেন, মোঃ রকিবুল হাসান সুমন, এস.এম. রাশেদ মোস্তফা জুয়েল, মোঃ বাবুল আলম, সাবরিনা কাদির। উলেখ্য, অর্ডিনারি গ্রুপে ১২টি পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া এসোসিয়েট গ্রুপে ৬টি পদের জন্য ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার হচ্ছে অর্ডিনারি গ্রুপে ৬১৬ এবং এসোসিয়েট গ্রুপে ১৬২ জন। একটি প্যানেলে শাহজাদা আনোয়ারুল কাদির পরিষদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ওই প্যানেল থেকে সকল প্রার্থীই নির্বাচিত হন। এর বাইরে সাধারণ সদস্য পদে অর্ডিনারি গ্রুপে খান মোঃ সাঈদ হোসেন জসিম এবং এ্যাসোসিয়েট গ্রুপে তৌহিদুর রহমান মিলন ও পিন্টু কুমার ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
×