ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে অফিস স্থাপন করবে কোরিয়ান এক্সিম ব্যাংক

প্রকাশিত: ০৫:৩৩, ৪ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশে অফিস স্থাপন করবে কোরিয়ান এক্সিম ব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ উন্নয়ন সহযোগী হিসেবে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। এজন্য বাংলাদেশে অফিস স্থাপন করতে যাচ্ছে দেশটির এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক। এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং কোরীয় সরকারের পক্ষে ঢাকাস্থ কোরীয় রাষ্টদূত এহেন সেয়ং ডো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে। ইতোমধ্যে কোরীয় সরকারের সহায়তায় ৩১০ দশমিক ২৭ মিলিয়ন মার্কিন ডলারের মোট ১১টি প্রকল্প সমাপ্ত হয়েছে। ৬৯৩ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলারে ১০টি প্রকল্প চলমান রয়েছে। এখন পর্যন্ত ইডিসিএফ বাংলাদেশকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার নমনীয় ঋণ প্রদান করেছে, যা ইডিসিএফের উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে কোরীয় এক্সিম ব্যাংকের প্রতিনিধি অফিস স্থাপনের ফলে সরাসরি যোগাযোগ সৃষ্টির মাধ্যমে ঋণ প্রক্রিয়াকরণ কার্যক্রম ত্বরান্বিত করা সম্ভব হবে এবং উভয় দেশের মধ্যে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সরকার এবং কোরীয় সরকারের মধ্যে ২০১৭ থেকে ২০২০ সালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ সহায়তা সংবলিত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ফ্রেমওর্য়াক এ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।
×