ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী দু’দেশের বন্ধুত্বের বীজ বপন করেন ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৫:৩০, ৪ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী  দু’দেশের বন্ধুত্বের  বীজ বপন  করেন ॥ শ্রিংলা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৩ ডিসেম্বর ॥ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই দেশের মধ্যে বন্ধুত্বের বীজ বপন করে গেছেন। তিনি রবিববার দুপুরে পিরোজপুরের ভা-ারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক বিশাল সুধী সমাবেশে এ কথা বলেছেন। তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈনিকদের রক্তদান দুই দেশের ঐক্যের একটি বড় অধ্যায়। ভারত সরকারের অর্থায়নে ভা-ারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের কাজের উদ্বোধন শেষে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশে বহুমাতৃক সংস্কৃতি দেখে আমি আপ্লুত। ইন্ডিয়া আপনাদের সহযোগিতা করেতে সব সময় প্রস্তুত। মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভারতের একজন ভাল বন্ধু উল্লেখ করে হাই কমিশনার বলেন আমরা একে অপরের পাশে থাকব বলে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশে ১ হাজার ১শ’ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ আগামী ২০১৮ সালে শেষ হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে ঢাকায় ১শ’ ২০ কোটি টাকার ২৪টি প্রকল্প উদ্বোধন করেছেন এরই আওতায় ভা-ারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের পূর্বের বরাদ্দকৃত ১১ কোটি ৫০ লাখ টাকার সঙ্গে এবারে আর ২ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, আমরা ভা-ারিয়াবাসী দলমত ধর্ম নির্বিশেষে একত্রে বসবাস করছি। তাই দেশের উন্নয়নের জন্য পুরনো রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনীতির ধারায় চলতে হবে। স্বাধীনতার পূর্বের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়। আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমি আজ গর্বিত সব সরকারের আমলে ভান্ডরিয়ায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে অন্য কোন উপজেলায় এ উন্নয়ন হয়নি। আসন্ন নির্বাচন সম্পের্কে মন্ত্রী বলেন, আপনারা যাকে খুশি তাকে ভোট পদবেন। আমাকে ভোট দিতে বলছি না। কিন্তু ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক শাহীন আক্তার সুমী, জেপি নেতা গোলাম সরোয়ার জমাদ্দার, টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক জমাদ্দার ও ভান্ডরিয়া উপজেলা পূজা পরিষদ সভাপতি কিরণ চন্দ্র বসু। ভারতীয় হাই কমিশনানের ফাস্ট সেক্রেটারি নবনিতা চক্রবর্তী ও তারিন হোসেন উপস্থিত ছিলেন।
×