ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা খুন

প্রকাশিত: ০৫:২৯, ৪ ডিসেম্বর ২০১৭

বাঁশখালীতে আধিপত্য  বিস্তার নিয়ে যুবলীগ নেতা খুন

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, ৩ ডিসেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌর সদরের মুনকিপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড যুবলীগ সভাপতি দিদারুল আলম প্রকাশ দিদার (৩০) খুনের শিকার হয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতার স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে। হত্যাকা-ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এ ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুফিজউদ্দিন ও ওসি আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে এ হত্যাকা-কে পরিকল্পিত ও শিবিরের অপ-রাজনীতির শিকার বলে নিহতের পরিবারের দাবি। এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি আলমগীর হোসেন) বলেন, পৌর সদরে মুনকিপাড়া ও মানিকপাড়া গ্রামে ২টি ক্লাব সংগঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মূল ঘটনা উদঘাটনে পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করছে। তাছাড়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার চলছে বলে তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের ৪নং ওয়ার্ডের মুনকিপাড়া গ্রামের নজির আহামদের পুত্র ওয়ার্ড যুবলীগ সভাপতি দিদারুল আলম প্রকাশ দিদারের সঙ্গে একই এলাকার ফজলুল হকের পুত্র ছাত্রলীগ নেতা আবদুল মালেক জনি প্রকাশ ইদ্দিয়ার সঙ্গে ক্লাব সংগঠন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে নামধারী ছাত্রলীগ নেতা ইদ্দিয়া মুঠোফোনে ডেকে নিয়ে যায় রামদাশ্য পুকুরপাড় এলাকায়। সেখানে যুবলীগ নেতাকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে ইদ্দিয়ার দল। যুবলীগ নেতার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হত্যাকারীরা তাকে ফেলে চলে যায়। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় যুবলীগ নেতার দেহ উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতালে আনে।
×