ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুলুর বাড়িতে হামলা

নাটোরে ছাত্রলীগ যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

প্রকাশিত: ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০১৭

নাটোরে ছাত্রলীগ   যুবদল সংঘর্ষ,   গুলিবিদ্ধ ২

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ ডিসেম্বর ॥ জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে হামলাসহ ছাত্রলীগ কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও সোহেল রানা নামে এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার বেলা সোয়া এগারোটার দিকে শহরের হাফরাস্তায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আরেকজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আহত সোহেল রানা বাগাতিপাড়ার মালঞ্চি গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তবে গুলিবিদ্ধের ঘটনায় দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচী হওয়ার কথা ছিল। সেই কর্মসূচীতে জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওই কর্মসূচীতে উপস্থিত হওয়ার কথা ছিল। এরই অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ১০/১৫টি মোটরসাইকেল নিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাড়িতে হামলা চালায়। তারা দুলুর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে মোটরসাইকেল বহরটি শহরের হাফরাস্তায় পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। এতে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও অটোবাইক যাত্রী আনসার সদস্য সোহেল রানা আহত হন। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ পরস্পরকে দায়ী করেছে। এ ঘটনার পর পূর্বের কর্মসূচীতে যোগদানের বিষয়টি জেলা বিএনপির পক্ষ থেকে বাতিল ঘোষণা করা হয়। নাটোর জেলা বিএনপি সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি জানান, নাটোরের সিংড়ায় কর্মীসমাবেশে যোগদানের উদ্দেশে তিনিসহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলাইপুরে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের একটি মোটরসাইকেল শোভাযাত্রা ওই পথ দিয়ে যাওয়ার সময় বিএনপির দলীয় কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। পরবর্তীতে তারা হাফরাস্তায় গিয়ে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। অপরদিকে, নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম লিখিত বক্তব্যে বলেন, বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবির নির্দেশে যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগের মোটরসাইকেল বহরে গুলি চালায়। এতে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল ও অটোবাইক যাত্রী বাগাতিপাড়ার মালঞ্চি গ্রামের ইয়াসিন আলীর ছেলে আনসার সদস্য সোহেল রানা গুলিবিদ্ধ হয়। এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, গুলিবিদ্ধ আনছার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেলকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দুজনই আশঙ্কামুক্ত। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান জানান, গুলিবিদ্ধের ঘটনায় এখনও কোন পক্ষ থানায় মামলা দায়ের করেনি। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×