ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিটাগংকে হারাল সিলেট

খুলনাকে হারিয়ে সেরা চারে রংপুর

প্রকাশিত: ০৫:২৬, ৪ ডিসেম্বর ২০১৭

খুলনাকে হারিয়ে সেরা চারে রংপুর

মিথুন আশরাফ ॥ বিপিএলের পঞ্চম আসরের সেরা চার দল মিলে গেল। রবিবার খুলনা টাইটান্সকে ১৯ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে রংপুর রাইডার্স সেরা চারে খেলা নিশ্চিত করেছে। সবার আগে খুলনা টাইটান্স, এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস সেরা চারে খেলার যোগ্যতা অর্জন করেছে। রংপুর জিতে সেরা চারে খেলার টিকেট পেতেই সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের বিদায় ঘণ্টা বেজেছে। চিটাগং ভাইকিংস তো আগেই বিদায় নিয়েছিল। এর আগে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্স। সাত ম্যাচ পর জয়ের চেহারা দেখেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইটান্স। রংপুর রাইডার্স আগে ব্যাট করার সুযোগ পেয়ে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৭ রান করে। মোহাম্মদ মিঠুন অপরাজিত ৫০ রান করেন। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ৩৮ রান। জোফরা আর্চার ২ উইকেট নেন। রংপুরের স্কোর বোর্ডে ১৮ ওভারে ১১৪ রান ছিল। সেখান থেকে পরের ২ ওভারেই ১৪৭ রানে চলে যায় রংপুর। শুরুতে ও শেষে দুইবার ‘নতুন জীবন’ পাওয়া মিঠুন শেষে ধুমধাড়াক্কা ব্যাটিং করেন। ১২ বলেই ৩৩ রান তোলে রংপুর। শেষ ওভারে তিন ছক্কা হাঁকান মিঠুন। মাশরাফি বিন মর্তুজা ব্যাট হাতে নেমে দুটি চার হাঁকান। অপরাজিত ১৫ রান করেন। শেষে মিঠুন ও মাশরাফি ঝলকেই ১৫০ রানের কাছে চলে যায় রংপুর। জবাব দিতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (২০) ও মাইকেল ক্লিনজার (৪৪) মিলে খুলনাকে ৬০ রানে নিয়ে যান। কিন্তু এই সময়ে শান্ত আউট হতেই শুরু হয়ে যায় খুলনার বিপদ। এরপরও মাঝপথে পেন্ডুলামের মতো কখনও খুলনার দিকে, কখনও রংপুরের দিকে ম্যাচের ভাগ্য দুলতে থাকে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৮ রান করতে পারে খুলনা। রবি বোপারা ২ উইকেট নেন। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১০ উইকেটে হারায় সিলেট সিক্সার্স। ম্যাচটিতে আগে ব্যাট করে ১২ ওভারে ৬৭ রান করতেই অলআউট হয়ে যায় চিটাগং। নাসির হোসেন (৫/৩১) ও নাবিল সামাদ (৩/৭) অসাধারণ বোলিং করেন। জবাব দিতে নেমে দুই ওপেনার মিলে ১১.১ ওভারে ৬৮ রান তুলে সিলেটকে জেতান। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৩৬ ও আন্দ্রে ফ্লেচার অপরাজিত ৩২ রান করেন। এই ম্যাচটি জেতায় স্বস্তি ফিরেছে সিলেট শিবিরে। টানা তিন ম্যাচ জেতার পর টানা সাত ম্যাচে জয়ের চেহারা দেখেনি সিলেট। অবশেষে জয় মিলেছে। শনিবার ঢাকা ডায়নামাইটস সেরা চারে খেলা নিশ্চিত করেছে। রাজশাহী কিংসকে ৯৯ রানে হারিয়ে সেরা চারে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা। একইদিন রংপুরকে ৪ উইকেটে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর তাতে করে রবিবারের পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে কুমিল্লা। আজ লীগে একদিন বিরতি আছে। মঙ্গলবার দুটি ও বুধবার দুটি ম্যাচ রয়েছে। বুধবার লীগপর্ব শেষ হবে। এরপর ৮ ডিসেম্বর থেকে শুরু হবে সেরা চারের লড়াই। লীগপর্ব শেষ হওয়ার আগেই সেরা চারের দলগুলোও মিলে গেছে। খুলনাকে হারিয়ে শেষ দল হিসেবে সেরা চারে উঠেছে রংপুর। স্কোর ॥ রংপুর রাইডার্স ইনিংস ১৪৭/৬; ২০ ওভার (মিঠুন ৫০*, গেইল ৩৮, মাশরাফি ১৫*, ম্যাককালাম ১৫; আর্চার ২/২৮)। খুলনা টাইটান্স ইনিংস ১২৮/৮; ২০ ওভার (ক্লিনজার ৪৪, শান্ত ২০, আর্চার ১৯; বোপারা ২/৪)। ফল ॥ রংপুর রাইডার্স ১৯ রানে জয়ী।
×