ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইলে মত্ত না থেকে পরিবারের প্রতি নজর দাও তরুণদের প্রতি পোপ

প্রকাশিত: ০৫:২৪, ৪ ডিসেম্বর ২০১৭

মোবাইলে মত্ত না থেকে পরিবারের প্রতি নজর দাও তরুণদের প্রতি পোপ

কূটনৈতিক রিপোর্টার ॥ মোবাইল ফোনে মত্ত না থেকে মা-বাবাসহ পরিবারকে বেশি সময় দেয়ার জন্য ছাত্র ও তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন খ্রীস্টান রোমান ক্যাথলিক প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এছাড়া তিনি জাতীয় কবি নজরুলের কবিতা তুলে ধরে যুবকদের উদ্দীপ্ত থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার ঢাকা সফরের শেষ দিন পোপ ফ্রান্সিস নটরডেম কলেজে ছাত্র ও তরুণদের উদ্দেশে এক বক্তৃতায় এ আহ্বান জানান। গত বৃহস্পতি থেকে শনিবার তিনদিন ঢাকা সফর করেন পোপ ফ্রান্সিস। শনিবার ঢাকা সফরের শেষ দিন রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত এক যুবসমাবেশে পোপ ফ্রান্সিস বলেন, তোমরা সবসময় মোবাইল ফোনে ব্যস্ত না থেকে মা-বাবা, দাদা-দাদি ও নানা-নানির সঙ্গে সরাসরি আলাপচারিতা ও দৃঢ় সম্পর্ক স্থাপন করো। আশপাশের পারিবারিক সম্পর্কের প্রতি অমনোযোগী হয়ে মোবাইল ফোনে মত্ত থেকো না। মা-বাবাসহ পরিবারকে সময় দাও। তাদের সঙ্গে গভীর ও দৃঢ় সম্পর্ক স্থাপন করো। পোপ ফ্রান্সিস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। এ সম্প্রীতিকে অব্যাহত রাখতে সবাইকে সহনশীল হতে হবে। এখানে অনেক মুসলিমও উপস্থিত আছেন। তারাও আমাদের একজন। সবাই-সবার সঙ্গে থাকব। তরুণদের কথা উল্লেখ করে পোপ বলেন, তোমাদের সঙ্গে যখন সাক্ষাত করি তখন মনে হয় যেন আমি তরুণ হয়ে গেছি। তোমরা সবাই উদ্দীপ্ত। এই যৌবন-দীপ্ত উদ্দীপনা নতুন অভিযাত্রার চেতনার সঙ্গে সম্পর্ক যুক্ত। তোমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেশের যুবক শ্রেণীকে নির্ভীক হিসেবে উল্লেখ করে বলেছিলেন, ‘আঁধার নিঙাড়ি আলো আনিত যে...’। আমিও সে কথাই বলতে চাই। বয়স্কদের সঠিক মূল্যায়নের প্রসঙ্গ টেনে পোপ বলেন, বয়স্করা আমাদের শিক্ষা দেন। তারা তাদের সঙ্গে বহন করেন স্মৃতি, অভিজ্ঞতা এবং প্রজ্ঞা। যা আমাদের অতীত ভুলের পুনরাবৃত্তি পরিহারে সাহায্য করে। তিনি আরও বলেন, পৃথিবীটি ক্ষুদ্র, এখানে নিজেদের গ-ির মধ্যে আবদ্ধ না করারও আহ্বান ছিল পোপের কণ্ঠে। তিনি এও আহ্বান করেন, ‘আমি ভাল, তুমি খারাপ’ এই ধারণা থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। এ সম্প্রীতিকে অব্যাহত রাখতে সবাইকে সহনশীল হতে হবে। এখানে অনেক মুসলিমও উপস্থিত আছেন। তারাও আমাদের একজন। সবাই-সবার সঙ্গে থাকব। তিনদিনের সফর শেষে শনিবার বিকেলে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পোপ ফ্রান্সিস। তবে ঢাকা ছাড়ার আগে তিনি তরুণদের উদ্দেশে এই বক্তব্য রাখেন। এছাড়া শনিবার তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করেছেন তিনি। এর পরই তেজগাঁও মিশনারি ও কবরস্থান পরিদর্শন করেন। বৈঠক করেন খ্রীস্টধর্মের নেতাদের সঙ্গে। তিনদিনের সফরে বৃহস্পতিবার বিকেলে মিয়ানমার থেকে ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সেদিন বিকেলে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। এরপর ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাত দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি কাকরাইলের রমনা ক্যাথেড্রালে, সেখানে আর্চবিশপ হাউসে বিশপদের সঙ্গে বৈঠক করেন। শান্তি কামনায় আন্তঃধর্মীয় ও সম্প্রদায়গত ঐক্যবিষয়ক সভায় অংশ নেন। সফরের শেষ দিন শনিবার সকালে তেজগাঁওয়ে মাদার তেরেসা হাউস পরিদর্শনে যান পোপ। এরপর তেজগাঁও হলি রোজারিও চার্চে খ্রীস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাত শেষে চার্চের কবরস্থান পরিদর্শন করেন। সফরের ইতিটেনে শনিবার বিকেল ৫টায় শাহজালাল বিমানবন্দর ছাড়েন ক্যাথলিক ধর্মগুরু। তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান।
×