ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেয়র পদে লড়াই হবে নৌকা লাঙ্গল ও ধানের শীষের মধ্যে

প্রকাশিত: ০৫:২৪, ৪ ডিসেম্বর ২০১৭

মেয়র পদে লড়াই হবে নৌকা লাঙ্গল ও  ধানের শীষের মধ্যে

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ ডিসেম্বর ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলকারী মেয়র পদে সাত প্রার্থীর কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। শেষ পর্যন্ত নির্বাচনে সাত মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির কাওসার জামান বাবলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, বাসদের আবদুল কুদ্দুস, এনপিপির সেলিম আক্তার ও জাপার বিদ্রোহী হোসেইন মকবুল ৬৫ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি এবং সাধারণ কাউন্সিলর পদে ২২১ জনের মধ্যে ১০ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন বলে নির্বাচন কমিশন রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবারের পর আর প্রত্যাহার করার সুযোগ থাকছে না। ফলে এটা নিশ্চিত যে, যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তারা নির্বাচনের মাঠে লড়াইয়ে থাকছেন। সোমবার প্রার্থীদের মার্কা বিতরণ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সাধারণ কাউন্সিলর পদে যে ১০ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তারা হলেন ৬নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ৮নং ওয়ার্ডে মোসলেম উদ্দিন, ১৮ নং ওয়ার্ডে আশরাফ খান কিরণ ও সাইফুল সরকার, ২১ নং ওয়ার্ডে মহসিন আলম ও শরিফুল ইসলাম,২৩ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২৬ নং ওয়ার্ডে শেখ শাহ আলম, ২৭ নং ওয়ার্ডে মোহাম্মদ শাকিল ও ৩২ নং ওয়ার্ডে আব্দুল্লা আল মামুন। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সুভাষ চন্দ্র সরকার জানান, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৭, ৩৩ ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ ও সাধারণ কাউন্সিলর পদে ২১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার ৪ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে তিনি জানান। সরেজমিন সিটির বিভিন্ন এলাকার, বিভিন্ন পেশা, বয়স ও স্তরের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ লড়াই হবে দ্বিমুখী; লাঙ্গল আর নৌকার মধ্যে। অনেকে বলছেন লড়াই হবে ত্রিমুখী; লাঙ্গল, নৌকা আর ধানের শীষের মধ্যে। সার্বিক বিচারে আসন্ন রংপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে সর্বাধিক আলোচনায় আছেন জাতীয় পার্টি মনোনীত মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ও বিএনপি মনোনীত প্রার্থী কাওসার জামান বাবলা। দিন যত গড়াচ্ছে ততই নগরীর প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে সিটি নির্বাচন। রংপুর সিটির প্রথম নির্বাচন হয় ২০১২ সালে। সে নির্বাচনেও প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান তিন মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, সরফুদ্দীন আহমেদ ঝন্টু ও কাওসার জামান বাবলা। গত সিটি নির্বাচন ও এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীতে কোন পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে শুধু মার্কায়। তিন প্রধান প্রতিদ্বন্দ্বীর দলীয় পরিচয় থাকলেও গত নির্বাচন হয়েছে নির্দলীয়। গত নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফার মার্কা ছিল হাঁস, সরফুদ্দীন আহমেদ ঝন্টুর মার্কা ছিল মোটরসাইকেল ও কাওসার জামান বাবলা পেয়েছিলেন আনারস। দলীয় মনোনয়ন পাওয়ায় এবার তারা লড়বেন লাঙ্গল, নৌকা আর ধানের শীষ নিয়ে। সাত প্রার্থীর মধ্যে এই তিন প্রার্থী ও তাদের কর্মীদের প্রচারের মাঠে দেখা গেলেও অন্য চার প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে না। সিটি কর্পোরেশনের ক’টি এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডে এ তিন প্রার্থীর কর্মী-সমর্থক এবং নিজ নিজ দলের নেতাদের পক্ষে প্রচার চালাতে দেখা যাচ্ছে।
×