ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনা স্টার জুট মিলের প্রকল্প প্রধানের ওপর হামলা

প্রকাশিত: ০৫:২২, ৪ ডিসেম্বর ২০১৭

খুলনা স্টার জুট মিলের প্রকল্প প্রধানের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় রাষ্ট্রায়ত্ত্ব স্টার জুট মিল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) আহসান কবীরের ওপর হামলা চালানো হয়েছে। রবিবার দুপুর পৌনে ১টার দিকে প্রকল্প প্রধানের অফিস কক্ষেই এ হামলা চালান হয়। এ সময় যুবলীগ নেতা গাজী জাকির হোসেন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত, চায়ের কাপ ভাংচুর, গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রকল্প প্রধান দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। স্টার জুট মিলের প্রকল্প প্রধান আহসান কবীর বলেন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন আগে পদ্মা ডিপোর মাধ্যমে মিলে তেল সরবরাহের ক্যারিং ঠিকাদারি করতেন। কিন্তু প্রতি চালানে ১ শ’ থেকে দেড় শ’ লিটার করে তেল কম হত। যে কারণে তিনি সেটি বাতিল করে পুনরায় টেন্ডার দেন। যদিও ওই টেন্ডারও তিনি পান। কিন্তু এখন আর তেল কম দেয়ার কোন সুযোগ না থাকায় তিনি তার ওপর ক্ষিপ্ত ছিলেন। ওই ঘটনার জের ধরেই তার লোক দিয়ে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
×