ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুইন মেরী কলেজের মালিক

প্রিমিও গাড়িসহ ইয়াবা বিক্রির হোতা শাহ জামাল গ্রেফতার

প্রকাশিত: ০৫:২০, ৪ ডিসেম্বর ২০১৭

প্রিমিও গাড়িসহ ইয়াবা বিক্রির হোতা শাহ জামাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিলাসবহুল গাড়িতে করে ইয়াবা বিক্রি করছে একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের হোতা শাহ জামালকে প্রিমিও গাড়িসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃত শাহ জামাল একটি কলেজের মালিক। রবিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, শনিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম ভাটারা থানাধীন হাজী আব্দুল লতিফ ম্যানশনের সামনের রাস্তায় বিলাস বহুল প্রিমিও গাড়িতে অভিযান চালায়। এ সময় ওই গাড়ির মালিক জামালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত জামালের তথ্যের ভিত্তিতে একই থানার প্রগতি স্মরণীর একটি ফ্ল্যাট থেকে আরও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মুকুল জ্যোতি চাকমা জানান, গ্রেফতারকৃত জামাল রাজধানীর কুইন মেরী কলেজের মালিক। কলেজের ওপর তার নিয়ন্ত্রিত একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে পরে তার নিজস্ব প্রিমিও গাড়ি দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করে। যুবকের রহস্যজনক মৃত্যু ॥ কাফরুলে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অন্যদিকে ভাটারায় বিলাসবহুল গাড়িতে বিপুল ইয়াবাসহ একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় সুজন (৩২) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী জানান, নিহত সুজনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। সে সেনপাড়া এলাকার ৩২৪ নম্বর বাসার ৯ তলায় থাকতেন। এসআই ইদ্রিস জানান, শনিবার রাতে ওই বাসায় সুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে সেনপাড়া আল হেলা স্পেশালাইজড হাসপাতাালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান, সুজনের মৃত্যুর ঘটনা যথেষ্ট সন্দেহ থাকায় তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু ॥ রবিবার সকালে কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় আছিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম মোহাম্মদ আলী। গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার চরমোজা গ্রামে। একমাত্র ছেলে এরশাদের সঙ্গে সাভারের আমিনবাজারে থাকতেন তিনি। নিহতের ছেলে এরশাদ জানান, ভোর ৫টার দিকে মাকে নিয়ে একটি সিএনজিযোগে সাভারের আমিনবাজার থেকে কমলাপুর রেলস্টেশনে উদ্দেশে আসছিলেন। কাকরাইল মোড়ে আসা মাত্র বিপরীত দিকে থেকে একটি বাস তাদের বহনকারী সিএনজিটিকে ধাক্কা দেয়।
×