ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্দোলন ও নির্বাচন উভয়ের জন্যই প্রস্তুত বিএনপি ॥ মির্জা আব্বাস

প্রকাশিত: ০৫:১৫, ৪ ডিসেম্বর ২০১৭

আন্দোলন ও নির্বাচন উভয়ের জন্যই প্রস্তুত বিএনপি ॥ মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার ॥ আন্দোলন ও নির্বাচন উভয়ের জন্যই বিএনপি সমান প্রস্তুত আছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের যুদ্ধ হলো ক্ষমতায় টিকে থাকার আর আমাদের যুদ্ধ হলো হারানো গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দেয়ার। তবে বিএনপিকে ক্ষমতায় যেতেই হবে এমন কথা কখনও আমরা বলিনি। কারণ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন আর খালেদা জিয়া সেটিকে বিকশিত করেছেন। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ এখন আর স্বাধীন নেই, আরও একটি যুদ্ধের প্রয়োজন আছে। আমরা পাকিস্তানীদের হাত থেকে দেশকে স্বাধীন করেছি। এখন মনে হয় দেশটাকে আবারও স্বাধীন করতে হবে। কয়েক দিন আগে একজন বিদেশী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন, তার কথাবার্তা ও কাজকর্র্ম দেখে এবং ইদানীং সরকারের কথাবার্তায় বাংলাদেশ স্বাধীন দেশ এটা বোঝার সুযোগ নেই। সরকার নার্ভাস হয়ে পড়েছে- আমীর খসরু ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খালেদা জিয়া আতঙ্কে সরকার নার্ভাস হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়া আইনী ব্যবস্থায় মামলা মোকাবেলার সুযোগ পেলে আওয়ামী লীগ সরকার আগামী নির্বাচনে ফসল ঘরে তুলতে পারবে না। বরং তারা যে পথে চলেছে, সেক্ষেত্রে শুধু বিদায় নয়, উচ্চ মূল্যে বিদায় নিতে হবে। রবিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খসরু বলেন, আমরা চাই আওয়ামী লীগ দেশে স্বাভাবিক রাজনীতি করুক।
×