ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে পাবলিক একাউন্টস কমিটির সম্মেলনে যোগ দিল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৩, ৪ ডিসেম্বর ২০১৭

যুক্তরাজ্যে পাবলিক একাউন্টস কমিটির সম্মেলনে যোগ দিল বাংলাদেশ

যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে আজ ৪ ডিসেম্বর শুরু হচ্ছে পাবলিক একাউন্টস কমিটির সম্মেলন। এতে বাংলাদেশের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। কমনওয়েলথভুক্ত দেশসমূহের অন্যতম এ সম্মেলনে এবার বাংলাদেশের পাবলিক একাউন্টস কমিটির শুদ্ধাচার চর্চা ও উদ্ভাবনী বিষয়সমূহ ড. মহীউদ্দীন খান আলমগীর বিশ্বের অন্যদের মাঝে উপস্থাপন করবেন। কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের (সিপিএ) এক বিজ্ঞপ্তিতে জানা যায়, চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী দিনে সদস্য দেশসমূহের পাবলিক একাউন্টস কমিটির (পিএসি) চেয়ারপার্সনদের মধ্য থেকে তিনটি সদস্যরাষ্ট্র শুদ্ধাচার চর্চা ও উদ্ভাবনী পর্বে নিজ নিজ দেশের উদ্ভাবনী ও শুদ্ধাচার বিষয়সমূহ উপস্থাপন করবেন কানাডা, ঘানা এবং বাংলাদেশের পিএসির চেয়ারম্যানগণ। এ পর্বে ড. মহীউদ্দীন খান আলমগীর উল্লেখযোগ্য উদ্ভাবনীসমূহ সদস্য দেশসমূহের কল্যাণে উপস্থাপন করবেন। সরকারী অর্থ ব্যয় বিষয়ে ৬০ দেশের প্রতিনিধি দলের মাঝে আন্তঃবিষয়ে আলোচনা করে উদ্ভাবনী বিষয়সমূহ অনুসরণ করবে। সম্মেলনের শেষ দিনে কমনওয়েলথ এ্যাসোসিয়েশন অব পাবলিক একাউন্টস কমিটির ১ম বার্ষিক সভাও অনুষ্ঠিত হবে।
×