ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘হুজ হু বাংলাদেশ’ পদক পেলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন

প্রকাশিত: ০৭:৫৩, ২ ডিসেম্বর ২০১৭

‘হুজ হু বাংলাদেশ’ পদক পেলেন বাফুফে সভাপতি সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘হুজ হু বাংলাদেশ’ পদক প্রদান উৎসব। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, সাংবাদিকতা, কর্পোরেট এবং নারী উদ্যোক্তাদের স্ব স্ব ১২ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে এ বছরে মনোনীত গুণীজনদের হাতে এ পদক তুলে দেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়। উল্লেখ্য, ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারাবিশ্বের অনুসরণীয় গুণীজনদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ এবং পদক প্রদান করে আসছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ৩৩ হাজার গুণীজনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে ‘হুজ হু’। বাংলাদেশের গুণীজনরা ২০১৬ সাল থেকে এই আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন।
×