ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পন্ড

প্রকাশিত: ০৬:২২, ২ ডিসেম্বর ২০১৭

রাজশাহীতে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পন্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের ধাওয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল প- হয়ে গেছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় নগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে নগর ছাত্রদল। জানা গেছে, নগরীর লোকনাথ স্কুলের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা সাহেববাজার জিরোপয়েন্টে যাওয়ার সময় আরডিএ মার্কেটের সামনে পুলিশ বাধা দিয়ে ধাওয়া দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পালনোর সময় ছাত্রদল নেতাকর্মীরা গাড়ি ভাংচুরের চেষ্টা করে। তবে পুলিশের সর্তকতার কারণে তারা গাড়ি ভাংচুর করতে পারেনি। পুলিশ জানায়, পুলিশের অনুমতি না নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এ কারণে মিছিলে বাধা দেয়া হয়েছে। তবে মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলেন তারা। কোন উস্কানি ছাড়ায় পুলিশ তাদের মিছিলে ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করে দেয়। এদিকে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নগর যুবদল। নগরের মালোপাড়ায় অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অপরদিকে একই দাবিতে আগামী ৩ ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচী ঘোষণা দিয়েছে নগর বিএনপি। শুক্রবার সকালে মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচী ঘোষণা করেন। লক্ষ্মীপুরে যুবদলের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছে জেলা যুবদল। শুক্রবার শহরের তিতাখাঁ মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু ও যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ ও ছাত্রদল নেতা কাজী সামছুর রহমান সবুজ প্রমুখ।
×