ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসিকে বাবা বলে ডাকেন না তার ছেলে!

প্রকাশিত: ০৬:০০, ২ ডিসেম্বর ২০১৭

মেসিকে বাবা বলে ডাকেন না তার ছেলে!

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের বিস্ময় তারকা লিওনেল মেসি। ২০১২ সালের নবেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেন তিনি। পাঁচ বছর বয়সী সেই থিয়াগো এখন স্কুলে যায়। বাবার ক্লাব বার্সিলোনার ছোটদের টিমে ফুটবল শিখতেও যায় সে। কিন্তু মজার ব্যাপার হলো, বাড়িতে অনেক সময়ই মেসিকে বাবা বলে ডাকে না থিয়াগো! বাবার বদলে সে ‘লিও মেসি’ বলে ডাকে। কিন্তু কেন? অবশেষে এক সাক্ষাতকারে লিওনেল মেসি নিজেই সেই কথা ফাঁস করে দিয়েছেন। এ প্রসঙ্গে বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার জানান, যখন ছেলেকে স্কুল থেকে আনতে যান তখন থিয়াগো দেখেছে যে তার বন্ধুরা সকলেই লিও মেসি নামেই ডাকে। তা দেখেই থিয়াগো এটা শিখেছে। ফাহাদের কাছে জিয়ার হার! স্পোর্টস রিপোর্টার ॥ ওমিকন গ্রুপ জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদেমাস্টার ফাহাদ রহমান হারিয়ে দিয়েছে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। ১৪ বছর বয়সী ফাহাদ ৪৩ চালে জয়ী হয়। এর আগে ফাহাদ আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিবের সঙ্গে ড্র করে।
×