ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবিবার থেকে ফের শুরু বিপিএল ফুটবল

প্রকাশিত: ০৬:০০, ২ ডিসেম্বর ২০১৭

রবিবার থেকে ফের শুরু বিপিএল ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ কথায় কথায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলা পেছাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), এ আর নতুন কি! এটাই হচ্ছে সহজ ও স্বাভাবিক সত্য। বরং না পিছিয়ে নির্ধারিত সময়ে খেলা হলেই এটা অস্বাভাবিক ব্যাপার, ব্রেকিং নিউজ! যাই হোক, দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে আরেকবার ‘স্বাভাবিক’ কর্মটাই করেছে। তার মানে আবারও খেলা পিছিয়ে দিয়েছে তারা। গত ২৮ জুলাই থেকে লীগ শুরু হয়। যদিও গত ১২ জুনেই মাঠে গড়ানোর কথা ছিল লীগ। লীগ পেছানোর কারণ ছিল সাত ক্লাবের চার আবদার। এগুলো হলো : প্রচ- গরম, সামনে ঈদ, চিকনগুনিয়া জ্বর এবং অনুর্ধ-২৩ দলের ক্যাম্প। এরপরের দফায় এবার লীগ পেছনোর কারণ অবশ্য একাধিক। দ্বিতীয় রেজিস্ট্রেশন উইন্ডো, জেএফএ অ-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ অ-১৯ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প এবং এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের খেলা। লীগ পেছানোর সর্বশেষ কারণ আরচারি। চতুর্দশ রাউন্ডে এসে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ উপলক্ষে এক সপ্তাহের বিরতি দেয়া হয় লীগের। কথা ছিল শুক্রবার থেকে আবারও মাঠে গড়াবে ফুটবল। দুই ম্যাচ দিয়ে শেষ হবে লীগের চর্তুদশ রাউন্ড। কিন্তু গণমাধ্যমকে বাফুফে ই-মেইল দিয়ে জানায়, যথাসময়ে শুরু হচ্ছে না ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় এই আসরটি। পিছিয়ে দেয়া হয়েছে আরও দুইদিন। শুরু হবে রবিবার থেকে। আরামবাগ বনাম মুক্তিযোদ্ধা এবং সাইফ বনাম ফরাশগঞ্জ ম্যাচ দিয়ে শেষ হবে চতুর্দশ রাউন্ড।
×