ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ালিফাই করাই মূল লক্ষ্য ॥ খালেদ মাহমুদ

প্রকাশিত: ০৫:৫৯, ২ ডিসেম্বর ২০১৭

কোয়ালিফাই করাই মূল লক্ষ্য ॥ খালেদ মাহমুদ

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ বেকায়দায় পড়ে গেছে রাজশাহী কিংস। আজ ঢাকা ডায়নামাইটসের কাছে হারলেও নিশ্চিত হয়ে যেতে পারে গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়া। কিন্তু গত আসরের রানার্সআপরা কোনভাবেই চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের বাকি দুই ম্যাচের একটিতেও হারতে চায় না। দলের তরুণ উদীয়মান উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান সেই প্রত্যয়ই ব্যক্ত করেছেন। অপরদিকে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস বর্তমানে তিন নম্বরে আছে। বাকি দুই ম্যাচের অন্তত একটিতে জিততে হবে শেষ চারে ওঠার জন্য। আপাতত পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকার চেয়ে প্রাথমিক লক্ষ্য হিসেবে শেষ চারে ওঠাকেই গুরুত্ব দিচ্ছেন ডায়নামাইটস কোচ খালেদ মাহমুদ সুজন। দলে একঝাঁক তারকা। কিন্তু সমন্বয়ের কারণে অনেকেই সাইডবেঞ্চে বসে থাকছেন। এত ভাল একটি দল গড়েও শেষ চার নিশ্চিত হয়নি ঢাকার। অথচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স ইতোমধ্যেই উঠে গেছে শেষ চারে। গত আসরের চ্যাম্পিয়নরা বাকি দুই ম্যাচ জিতলে অবশ্য শীর্ষ দুইয়ে থেকেই উঠে যেতে পারে। এ বিষয়ে সুজন বলেন, ‘চ্যালেঞ্জিং তো অবশ্যই। এই মুহূর্তে আমাদের প্রথম কথা হচ্ছে কোয়ালিফাই করা জরুরী। প্রথম লক্ষ্যটাই সেটা। দেখা যাক আরও বেশ কয়েকটি খেলা আছে অনেক কাটাকাটি হবে। যদি এমন হয় আমরা দুইটা ম্যাচ জিতি তাহলে সম্ভাবনা আছে সেরা দুইয়ে থাকার। কিন্তু প্রথম সুযোগ হিসেবে আমাদের আসলে কোয়ালিফাই করা নিশ্চিত করতে হবে।’ দলে একঝাঁক তারকা বিদেশী ক্রিকেটার। কিন্তু সমন্বয়ের কারণে এবং সর্বোচ্চ ৫ বিদেশী খেলানোর বাধ্যবাধকতার কারণে অনেকজনই একাদশের বাইরে। আজ রাজশাহীর বিরুদ্ধে ম্যাচটাকে অনেক গুরুত্ব দিচ্ছেন সুজন। কারণ আজ জিতলেই ভারমুক্ত হবে দল- নিশ্চিত হবে শেষ চারে ওঠা। এ বিষয়ে সুজন বলেন, ‘কঠিন দুইটা ম্যাচ অবশ্যই। কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সবসময় যেটা আমি মনে করি রাজশাহী খুবই লড়াকু দল। প্রথমবার ওদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছিলাম। কিন্তু কাল আরেকটা দিন, আরেকটা নতুন ম্যাচÑ আমাদের সেরাটা খেলতে হবে। আমার পুরো আস্থা আছে দলের ওপরেÑ খুবই শক্তিশালী একটা দল। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের সমন্বয়ের কারণে ভাল করতে পারছি না। তবে আমাদের যে দল আছে সেটা থেকে যদি ৮০ ভাগ খেলতে পারি সেক্ষেত্রে যে কোন দলকে হারানোর সামর্থ্য রাখি।’ দল অনেক শক্তিশালী গড়লেও চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত নয়। কারণ টি২০ ফরমেটে সবগুলো দলই সমান শক্তিশালী। এমনটাই মনে করেন সুজন। তিনি বলেন, ‘আসলে এই ফরমেটে যেটা হয় সেটা হচ্ছে এত তারকা থাকলেও হয় না, মোমেন্টামটা জরুরী। প্রতিটি দলই ভাল, প্রতিটি খেলোয়াড়ই ভাল। কিন্তু আপনি যদি সেরাটা খেলতে না পারেন, সময় মতো জ্বলে উঠতে না পারেন তাহলে সবকিছুই কঠিন। তারকা আছে বলেই যে চ্যাম্পিয়ন হবে এটা সঠিক নয়। এই ফরমেটে এটা আগে বলা খুব কঠিন। কারণ আমার মনে হয় সব দলেই তারকা আছে, সব দলই বেশ ব্যালান্সড। এখনও যেই দুইটা খেলা আছে আমাদের সেরাটা খেলতে হবে। কিন্তু আমার মনে হয় দুয়েকটা ম্যাচ ছাড়া আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি।’ অপরদিকে রাজশাহীর জন্য এখন বাঁচা-মরার লড়াই। আজ হারলে অনেকটাই শেষ হয়ে যাবে শেষ চারে ওঠার স্বপ্ন। যদিও অপর ম্যাচে রংপুর হেরে গেলে আশা বেঁচে থাকবে। কিন্তু আজই জিততে চায় গত আসরের রানার্সআপরা। এ বিষয়ে তরুণ ক্রিকেটার জাকির বলেন, ‘আমার শুরুটা ভাল হচ্ছে কিন্তু সমাপ্তিটা ভাল হচ্ছে না। আমাদের এখনও দুটি ম্যাচ রয়েছে, আবারও যদি ভাল শুরু করতে পারি তাহলে ইনিংসটা বড় করার চেষ্টা করব। দলের দিক থেকে বলব যে দুটি ম্যাচ আছে সেখানে জিততে পারলে সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে। সেই চেষ্টাই থাকবে আমাদের। আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকার মতো। সবাই বলছে যে কোনভাবেই ম্যাচ জিততে হবে।’ জাকির উইকেটরক্ষক হলেও দলের আইকন মুশফিকুর রহীমই ওই দায়িত্বটা পালন করছেন। তবে এজন্য মুশফিককেই বেশি উপযুক্ত মনে করেন জাকির। তিনি টপঅর্ডার মুমিনুল হক সৌরভের ব্যাটিংটাকে বেশ অনুসরণ করেন। আর বিদেশীরাও তার ব্যাটিং নিয়ে উৎসাহিত করে যাচ্ছেন।
×