ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্মিথের উইকেট চান এ্যান্ডারসন

প্রকাশিত: ০৫:৫৮, ২ ডিসেম্বর ২০১৭

স্মিথের উইকেট চান এ্যান্ডারসন

স্পোর্টস রিপোর্টার ॥ চার বছর আগের ভাগ্যটাই কি আবার বরণ করতে হবে? ২০১৩ সালের এ্যাশেজ সফরে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। আবারও সেই ইংলিশরা হার দিয়ে এ্যাশেজ সিরিজ শুরু করেছে। ব্রিসবেনে হওয়া সেই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক স্টিভেন স্মিথ ১৪১ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ১০ উইকেটে হেরে সিরিজে ইংল্যান্ড পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। অভিজ্ঞ ইংলিশ পেসার জেমস এ্যান্ডারসন দাবি করেছেন জিততে হলে অবশ্যই স্মিথের উইকেট নিতে হবে ইংল্যান্ডকে। অসি অধিনায়ক স্মিথকে দ্রুত ফিরিয়ে দিতে পারলে যে কোন টেস্টেই জেতার সম্ভাবনা বাড়বে সফরকারী ইংল্যান্ডের। ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যেই সর্বকালের সেরা বোলার হয়ে গেছেন এ্যান্ডারসন। তিনিই দেশটির পক্ষে টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি। এ্যাডেলেইলে শনিবার দ্বিতীয় টেস্ট শুরু হবে। এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সফরকারীদের। অস্ট্রেলিয়া ব্রিসবেন টেস্টে খুব সহজেই ১০ উইকেটে বিধ্বস্ত করেছে ইংল্যান্ডকে। এবার তাদের জন্য সমতায় ফেরার সংগ্রাম। এ্যাডেলেইড ওভালে ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট। এই প্রথম এ্যাশেজে দিবারাত্রির টেস্ট হবে। সেই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড। কিন্তু সেটা কঠিন হবে যদি অসি অধিনায়ক স্মিথকে দ্রুত আউট করতে ব্যর্থ হয় সফরকারী দলের বোলাররা। এ বিষয়ে এ্যান্ডারসন বলেন, ‘তিনিই দুটি দলের মধ্যে বড় পার্থক্য। প্রথম ইনিংসে যে লিড নিয়েছিল তারা সেটাই আমাদের জন্য অনেক বড় বোঝা হয়ে গিয়েছিল। তাই তাকে আউট করাটা এখানে অনেক জরুরী বিষয়।’ স্মিথ ১৪১ রানে অপরাজিত থাকলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৩২৮ রান। ২৬ রানে এগিয়ে ছিল তারা। তবে এ্যাডেলেইডে অনেক বেশি গতি আর বাউন্স থাকবে। এখানে পরিস্থিতি কিছুটা ভিন্নতর হবে। নিজেদের জন্যই সেটাকে বেশি সুবিধাজনক বলে মনে করছেন এ্যান্ডারসন।
×