ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাদের ছাড়াই অস্ট্রেলিয়ান ওপেন!

প্রকাশিত: ০৫:৫৮, ২ ডিসেম্বর ২০১৭

তাদের ছাড়াই অস্ট্রেলিয়ান ওপেন!

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। তবে নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেননি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। শুধু সেরেনা উইলিয়ামসই নন, বিশ্বের ১২ নাম্বার খেলোয়াড় সভেতলনা কুজনেতসোভাও কব্জির অস্ত্রোপচারের কারণে ২০১৮ সালের প্রথম মেজর টুর্নামেন্টে খেলবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। মেলবোর্নে অনুষ্ঠিত চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের স্বাদ পান সেরেনা উইলিয়ামস। সেইসঙ্গে ছাড়িয়ে যান জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফের রেকর্ডকেও। সে সময়ই দুই মাসের গর্ভবতী ছিলেন আমেরিকান তারকা। এরপর গত পহেলা সেপ্টেম্বরে প্রথম কন্যা সন্তানের মা হন তিনি। মা হওয়ার পরও আগামী বছর জানুয়ারিতে কোর্টে ফেরার আশা করছেন সেরেনা। তবে সেজন্য প্রস্তুতি শুরু করে দিলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি উইলিয়ামস পরিবারের এই ছোট মেয়ে। এ প্রসঙ্গে সেরেনার কোচ প্যাট্রিক মোরাতোগু বলেন, ‘২০১৮ সালের জন্য সেরেনা প্রস্তুত হচ্ছেন। ইতোমধ্যেই সে অনুশীলন শুরু করেছে ও নিজের ফিটনেস ফিরে পেয়েছে। আমি খুব শীঘ্রই ফ্লোরিডায় তার সঙ্গে যোগ দিব। এখনও সে পর্যবেক্ষণে রয়েছে। অস্ট্রেলিয়ায় খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।’ এদিকে রাশিয়ান কুজনেতসোভা স্থানীয় গণমাধ্যমে বলেছেন মাসের শুরুতে হওয়া কব্জির অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সময়সীমা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ৩২ বছর বয়সী কুজনেতসোভা বলেন, ‘আমার কব্জিতে দুটি ইনজুরি রয়েছে। সে কারণেই অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। ইনজুরিটা বেশ গুরুতর ছিল। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। এখনও জানি না কবে নাগাদ অনুশীলন শুরু করতে পারব। আশা করছি অস্ট্রেলিয়ায় খেলার। কিন্তু তা নাহলে অবশ্যই মেলবোর্নকে অনেক মিস করব।’ আগামী ১৫-২৮ জানুয়ারি মেলবোর্নে অনুষ্ঠিত হবে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম। এই টুর্নামেন্টের অংশগ্রহণে সেরেনা-কুজনেতসোভার মতো সংশয়ে রয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। তার কারণটা অবশ্য টেনিসপ্রেমীদের খুব ভাল করেই জানা। গত বছর প্রথম সন্তানের জন্ম দেন আজারেঙ্কা। এরপর বছরের মাঝামাঝি সময়ে আবারও খেলার জগতে ফিরেন তিনি। মৌসুমের প্রথম দু’টি গ্র্যান্ডস্লামে অংশ না নিলেও উইম্বলডনে খেলেছিলেন সাবেক নাম্বার ওয়ান আজারেঙ্কা। সেই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেন তিনি। এরপরই প্রথম সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা বাধে আজারেঙ্কার। এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্তও। তাই ইউএস ওপেনে খেলতে পারেননি তিনি। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত ফেড কাপে বেলারুশের হয়েও প্রতিনিধিত্ব করতে পারেননি দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের এই চ্যাম্পিয়ন। তার মাসুলটাও দিতে হয়েছে বেলারুশদের। তাদের হারিয়ে ১৭ বছর পর টেনিসে মেয়েদের ‘বিশ্বকাপ’ খ্যাত ফেড কাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। ২০০০ সালের পর ফেড কাপের শিরোপা জিতে আমেরিকানরা। অবশ্য এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি যুক্তরাষ্ট্রের দুই কিংবদন্তি সেরেনা এবং ভেনাস উইলিয়ামস।
×