ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটনে ওয়াগনার তান্ডব

প্রকাশিত: ০৫:৫৭, ২ ডিসেম্বর ২০১৭

ওয়েলিংটনে ওয়াগনার তান্ডব

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেছিলেন, ‘ওয়েলিংটনে আমাদের পেসারদের রেকর্ড খুবই ভাল। তারা ম্যাচের পর ম্যাচ জিতিয়েছে। আশা করছি এবারও সেই ধারা অব্যাহত থাকবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনেই সেটি সত্যি হলো। নেইল ওয়াগনারের পেস-তা-বে দিশেহারা ক্যারিবীয়রা প্রথম ইনিংসে অলআউট মাত্র ১৩৪ রানে। জবাবে ৮৫ রান তুলতে ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দুরন্ত বোলিংয়ের পথে ৩৯ রানে ৭ উইকেট তুলে নিয়েছেন ওয়াগনার। টেস্টে নিউজিল্যান্ডের এটি চতুর্থ সেরা বোলিং। এর আগে ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ রানে ৭ উইকেট নেন রিচার্ড হ্যাডলি। দ্বিতীয় সেরা ফিগারটিও তার। ১৯৭৬ সালে ভারতের বিপক্ষে এই ভেন্যুতেই ২৩ রানে ৭ উইকেট নেন তিনি। এছাড়া ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন ক্রিস কেয়ার্নস। বেসিন রিজার্ভের উইকেটে বরাবরের মতোই ছিল ঘাসের ছোঁয়া। টস জিতে নিউজিল্যান্ড নামে বোলিংয়ে। তবে ঘাস থাকলেও উইকেট কথা বলেছে ব্যাটসম্যানদের পক্ষে। নতুন বলে মেলেনি মুভমেন্ট। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি তাই সুবিধা করতে পারেননি। ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইরান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ভাল শুরু। নিউজিল্যান্ড সাফল্য পায় পরিকল্পনায় বদল এনে। সুইং না পেয়ে ফুল লেংথ বোলিংয়ের ভাবনা থেকে সরে আসে কিউইরা। লেগ গালি আর শর্ট লেগ, সঙ্গে ফাইন ও স্কয়ার লেগ সীমানায় দু’জন ফিল্ডার রেখে শর্ট বোলিং করতে থাকেন ওয়াগনার। তাতেই ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রেথওয়েটকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন ওয়াগনার। আরেক ওপেনার পাওয়েলকে ফেরান বোল্ট। এরপর ওয়াগনারের ছোবলে ফিরতে থাকেন একের পর এক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ের বড় ভরসা শাই হোপ ফেরেন শূন্য রানেই। সুনীল আমব্রিস প্রথম বলেই হিট উইকেট। অভিষেকেই এভাবে আউট হওয়ার ‘বিরল’ রেকর্ড গড়েছেন প্রতিভাবান এই ব্যাটসম্যান! যেমনটা আগে দেখেনি টেস্ট ক্রিকেট। বিনা উইকেটে ৫৯ থেকে ওয়েস্ট ইন্ডিজের রান হয়ে যায় ৯ উইকেটে ১০৫! শেষ উইকেটে শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ যোগ করেন ২৯ রান। এই জুটিকে থামিয়ে ওয়াগনার নেন তার সপ্তম উইকেট। ১৪.৪-২-৩৯-৭, গড়েন ক্যারিয়ারসেরা বোলিংয়ের নজির। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসের এটি চতুর্থ সেরা বোলিং, বাঁহাতি পেসার হিসেবে সেরা। ব্যাটিংয়ে নেমে কিউইদের শুরুটা ছিল দুর্দান্ত। টম লাথাম (৩৭) ও জিত রাভাল (২৯) উদ্বোধনী জুটিতে তোলেন ৬৫ রান। ল্যাথামকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কেন উইলিয়ামসনের (১) জন্য রাখা হয়েছিল দুটি গালি। কিউই অধিনায়ক ক্যাচ দিয়েছেন সেখানেই! তবু প্রথমদিন শেষেই ম্যাচের লাগাম কিউইদের হাতে। সংক্ষিপ্ত স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১৩৪/১০ (৪৫.৪ ওভার; ব্রেথওয়েট ২৪, পাওয়েল ৪২, হেটমায়ার ১৩, শাই হোপ ০, চেইস ৫, আমব্রিস ০, ডাওরিচ ১৮, হোল্ডার ০, রোচ ১৪*, কামিন্স ১, গ্যাব্রিয়েল ১০; বোল্ট ২/৩৬, হেনরি ০/৩৯, ডি গ্র্যান্ডহোম ০/১৩, ওয়াগনার ৭/৩৯)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৮৫/২ (৩৮ ওভার; লাথাম ৩৭, রাভাল ২৯*, উইলিয়ামসন ১, টেইলর ১২*; গ্যাব্রিয়েল ০/২২, রোচ ১/২৭, কামিন্স ০/৬, হোল্ডার ১/১৯, চেইস ০/৭)। * প্রথমদিন শেষে
×