ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে আধুনিক যন্ত্রপাতির সেবা পাচ্ছে না রোগীরা

প্রকাশিত: ০৫:৪৯, ২ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে আধুনিক যন্ত্রপাতির সেবা পাচ্ছে না রোগীরা

স্টাফ রিপোর্টার ॥ রোগ নির্ণয় ও সেবার মান বাড়াতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগে এসেছে অত্যাধুনিক যন্ত্রপাতি। কিন্তু নানা সমস্যায় এসব যন্ত্রের কাক্সিক্ষত সেবা পাচ্ছে না রোগীরা। এসব যন্ত্রপাতির মধ্যে অন্যতম ক্যান্সার নির্ণয় যন্ত্র ম্যামোগ্রাফি। মেশিনটি স্থাপনে সরবরাহকারীর গড়িমসির কারণে সেবাবঞ্চিত রোগীরা। আর নতুন এমআরআই মেশিন বসলেও সঙ্কট রয়েছে ফিল্মের। নারীদের স্তনে টিউমার, ক্যান্সারসহ নানা রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় ম্যামোগ্রাফি মেশিন। এক বছর আগে ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ইতালি থেকে এরকম একটি মেশিন আনা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে এখনও মেশিনটি পুরোপুরি স্থাপন করেনি সরবরাহকারী প্রতিষ্ঠান নিউ টেক জিটি লিমিটেড। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের রোগীরা। কেবল তাই নয়, গত ২৫ অক্টোবর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে মেডিক্যালের একই বিভাগে চালু হয় ম্যাগনেটিং রিজোনেন্স ইমেজিং বা এমআরআই মেশিন। কিন্তু এখনও পুরোদমে এ সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। কারণ ফিল্ম সঙ্কট। মেশিনের সঙ্গে দেয়া একশ’টি ফিল্ম দিয়ে প্রতিদিন তিন থেকে চারজনকে সেবা দিচ্ছে কর্তৃপক্ষ। যেগুলো শেষ পর্যায়ে। তবে দ্রুত এমআরআই মেশিনের ফিল্ম পাওয়ার কথা জানালেও মেমোগ্রাফি মেশিনটি কবে নাগাদ স্থাপন শেষ হবে এ বিষয়ে তেমন কিছু বলতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ আছে, মেশিনটি স্থাপনে গড়িমসি করছে সরবরাহকারী প্রতিষ্ঠান। এ ছাড়া, গত তিন বছর ধরে অকার্যকর এ বিভাগের সিটি স্ক্যান মেশিনটিও। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নতুন একটি সিটি স্ক্যান পাওয়ার আশ্বাস মিলেছে মন্ত্রণালয় থেকে।
×