ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালিকরা স্বেচ্ছায় জমা দিচ্ছেন না হাইড্রোলিক হর্ন

প্রকাশিত: ০৫:৪৮, ২ ডিসেম্বর ২০১৭

মালিকরা স্বেচ্ছায় জমা দিচ্ছেন না হাইড্রোলিক হর্ন

স্টাফ রিপোর্টার ॥ তামিল হয়নি হাইকোর্টের আদেশ। রাজধানীর যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন কোন থানায় জমা পড়েনি। পরিবহন মালিক বা চালক, কেউ-ই আমলে নেননি ওই আদেশ। ঢাকা মহানগরের বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানা গেছে, মালিকরা স্বেচ্ছায় জমা দিচ্ছেন না হাইড্রোলিক হর্ন। ট্রাফিক পুলিশকে অভিযান করেই অপসারণ করতে হচ্ছে হর্ন। তবে পরিবহন মালিকরা মনে করেন, হর্নটি ভেঙ্গে ফেললে বা নিজেরা খুলে ফেললে তা থানায় জমা দেয়ার দরকার নেই। গত ৮ অক্টোবর মালিক-চালকদের কাছে থাকা যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন সংশ্লিষ্ট থানায় ১৫ দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে, গত ২৩ আগস্ট ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে ২৭ আগস্টের পর কোনও গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে সেটা জব্দেরও নির্দেশ দেন আদালত। কিন্তু সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন মালিকরা ঢাকার ৪৯টি থানার কোনটিতেই গিয়ে হাইড্রোলিক হর্ন জমা দেননি। ডিএমপির গাবতলীসংলগ্ন থানা দারুস সালামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিমুজ্জামান বলেন, ‘পরিবহন মালিকরা কেউ হাইড্রোলিক হর্ন জমা দেননি। হাইকোর্টের আদেশের পরও যদি কেউ সেই আদেশ না মেনে চলে, তাহলে ট্রাফিক বিভাগ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’ মিরপুর, মোহাম্মদপুর এলাকার থানাগুলোতেও হর্ন জমা দেয়নি কেউ। তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অনেক ট্রাক ও পিকআপ ভ্যানে রবি ও সোমবারও দেখা গেছে হাইড্রোলিক হর্ন। তবে এই এলাকার সংশ্লিষ্ট থানায় কোন হাইড্রোলিক হর্ন জমা পড়েনি। একই চিত্র যাত্রাবাড়ী ও বনানী থানাতেও। এই এলাকাতেও ট্রাক, বাস মালিকরা কেউ থানায় হর্ন জমা দেননি।
×