ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘ যানজটে পড়ে নষ্ট হচ্ছে মানুষের চিন্তা-চেতনা

প্রকাশিত: ০৫:৪৮, ২ ডিসেম্বর ২০১৭

দীর্ঘ যানজটে পড়ে নষ্ট হচ্ছে মানুষের চিন্তা-চেতনা

স্টাফ রিপোর্টার ॥ গন্তব্য জানা আছে শুধু জানা নেই কখন পৌঁছবে সেখানে। ভয়াবহ যানজটে নগরবাসী যখন কর্মঘণ্টার অপচয়ের হিসেব মেটাতে ব্যস্ত তখন ঘটছে নিজের অজান্তেই স্বাস্থ্যহানির ঘটনা। দীর্ঘ সময় রাস্তায় কেটে যাওয়া ক্লান্তি আর অবসাদে নষ্ট হচ্ছে মানুষের চিন্তা চেতনা। সমাধান না থাকায় অসহায়ত্ব তাদের কণ্ঠে। ভুক্তভোগী নগরবাসীরা বলছেন, ‘বিশ মিনিটের রাস্তায় কেটে যায় দুই ঘণ্টা। সুতরাং অফিসের কাজে শতভাগ মনোযোগ ব্যাহত হয়। কমে যায় উৎপাদনশীলতা।’ বিশেষজ্ঞরা বলেন এর ফলে নগরবাসীরা পড়ছেন দীর্ঘ মেয়াদি স্বাস্থ্য ঝুঁকিতে। মানুষের নানা জটিলতার পাশাপাশি কমছে কর্মক্ষমতা। চিকিৎসা বিশেষজ্ঞ ডাঃ এবিএম আব্দুল্লাহ বলেন, যানজটের কারণে একাধিক সমস্যার কথা বলতে হয়। স্বাস্থ্যগত ঝুঁকি যেমন বাড়ে, তেমন এটি একটি মানসিক চাপ। মানুষ যখন দীর্ঘ যানজটে বসে থাকে, তখন গাড়ির মধ্যকার গরমে মানুষ ক্লান্তি, দুর্বলতা, বুক ধড়ফড় করা প্রভৃতির সমস্যার সম্মুখীন হয়। নানা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন নয় যানজটের তদারকি থাকা ট্রাফিক বিভাগ। স্বীকার করছেন উন্নতমানের সড়ক সুবিধা না দিতে পারার ব্যর্থতা। তবে তাদের মুখে নেই কোন সমাধান। ট্রাফিক বিভাগের জয়েন্ট কমিশনার মফিজ আহমেদ একটি অনলাইনকে বলেন, ‘আমাকে একটা ভাল রাস্তা, ট্রাফিক সিগন্যাল, রোড মার্কিং, ফুটপাথ, ক্রসিং দেন তারপর একটা ভাল গাড়ির নিয়ম মেনে চলাচলের নিশ্চয়তা চান।’ সমস্য সমাধানে কার্যকর উদ্যোগ যেমন নেই তেমন কোন গবেষণা না থাকায় সমাধান ব্যবস্থা তৈরি করতে পারছে না সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় যানজটে থাকার ফলে মানুষ কতটুকু শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই কারও কাছে। তবে এ জটিলতা কাটিয়ে উঠতে চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে ট্রাফিক বিভাগের সমন্বয় প্রয়োজন বলে অভিমত স্বাস্থ্য বিভাগের।
×