ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী কাল

প্রকাশিত: ০৫:৪২, ২ ডিসেম্বর ২০১৭

বাংলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার ॥ বাঙালীর মনন ও সৃজনশীলতার পরিচয়বহ প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে ভাষা শহীদদের রক্তের ঋণকে ধারণ করে ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণাধর্মী প্রতিষ্ঠানটি। সময়ের স্রোতধারায় কাল রবিবার তেসরা ডিসেম্বর বাঙালী জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক প্রতিষ্ঠানটির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রবিবার একাডেমির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। বিকেল ৪টায় একাডেমির রবীন্দ্র চত্বরে বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা করবেন অধ্যাপক গোলাম মুরশিদ। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুভূতি প্রকাশ করে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, বাংলা একাডেমি আমাদের গর্বের প্রতিষ্ঠান। জাতীয় পর্যায় পেরিয়ে বাংলা একাডেমির এগিয়ে চলা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হচ্ছে। বাংলা একাডেমির লোকজ গবেষণা আজ সারাবিশ্বের কাছে সমাদৃত। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন বর্ধমান হাউসে বাংলা একাডেমির পথচলা শুরু হয়। রাষ্ট্রভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। প্রতিষ্ঠার ৬২ বছর পরও সে লক্ষ্যে অবিচল রয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির প্রথম সচিব ছিলেন মুহম্মদ বরকতুল্লাহ, তার পদবি ছিল বিশেষ কর্মকর্তা বা স্পেশাল অফিসার। প্রথম পরিচালক হিসেবে অধ্যাপক মুহম্মদ এনামুল হক, প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মাযহারুল ইসলাম। একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হলো আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খানের ‘লাইলী মজনু’। সেই থেকে আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে প্রায় ছয় হাজার বই। যার মধ্যে উল্লেখযোগ্য ড. মুহম্মদ শহীদুল্লাহ’র ‘আঞ্চলিক ভাষা অভিধান’, ‘বিবর্তনমূলক অভিধান’, ‘লোকজ সাংস্কৃতিক ইতিহাস’, ‘রবীন্দ্র জীবনী’, ‘বাংলা ও বাঙালীর ইতিহাস’, ‘বাংলা সাহিত্যের ইতিহাস’, ‘বিজ্ঞানকোষ’, ‘প্লেটোর আইন-কানুন’ ইত্যাদি। এ ছাড়া ‘বাংলা একাডেমি পত্রিকা’, ‘উত্তরাধিকার’, ‘বাংলা একাডেমি বার্তা’, ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’, ‘বাংলা একাডেমি জার্নাল’ ও ‘ধানশালিকের দেশ’ নামে ছয়টি নিয়মিত প্রকাশনা রয়েছে।
×