ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যয় হবে এক হাজার ৯২৫ কোটি টাকা

নতুন ভবন পাচ্ছে ২২৬ উপজেলা পরিষদ

প্রকাশিত: ০৫:৪০, ২ ডিসেম্বর ২০১৭

নতুন ভবন পাচ্ছে ২২৬ উপজেলা পরিষদ

আনোয়ার রোজেন ॥ দেশের ২২৬টি উপজেলা পরিষদের জন্য কমপ্লেক্স (ভবন) তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ১ হাজার ৯২৫ কোটি টাকা ব্যয়ে ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। যাচাই-বাছাই শেষে প্রকল্পটি ইতোমধ্যে অনুমোদনের প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য এ. এন সামসুদ্দীন আজাদ চৌধুরী বলেন, দেশের মোট ৪৯১টি উপজেলার মধ্যে ২৬৫টি উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণের কাজ বর্তমানে চলমান রয়েছে। অবশিষ্ট ২২৬টি উপজেলা কমপ্লেক্স নির্মাণের জন্য এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে দেশের সবগুলো উপজেলায় সমান সুযোগ-সুবিধা দেয়া। প্রকল্পের আওতায় জনগনের সেবার মান নিশ্চিত করার জন্য প্রতিটি উপজেলা পরিষদে মোট ৪০ হাজার বর্গফুট অফিস স্পেস ও আনুষঙ্গিক সুবিধা প্রদান ও উপজেলা পর্যায়ে আবাসিক সুবিধা সম্প্রসারণ করা হবে। প্রকল্পের ব্যয় মেটানো হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। উল্লেখ্য, ১৯৮২ সালের অনুমোদিত ডিজাইন অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ৪০ হাজার বর্গফুট অফিস স্পেস থাকার কথা থাকলেও অধিকাংশ উপজেলায় অফিস স্পেস অনুমোদিত ডিজাইনের চেয়ে অনেক কম। এর ফলে আশির দশকে নির্মিত অধিকাংশ উপজেলা কমপ্লেক্স অফিসে স্থান সঙ্কুলান দুরূহ হয়ে পড়ে। এজন্য উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ করে একতলা হলরুমসহ চারতলা ভবন নির্মাণের জন্য প্রথম পর্যায়ে প্রকল্পের মাধ্যমে ২৬৫ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণের কাজ শুরু হয়। অবশ্য উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের কথা বিবেচনায় রেখে সেখানকার উপজেলা কমপ্লেক্সগুলো পাঁচতলা করা হচ্ছে। সেই ধারবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট উপজেলাগুলোর জন্য কমপ্লেক্স সম্প্রসারণ করা হবে। ুস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্র জানায়, গত শতকের আশির দশকে দেশে উপজেলা ব্যবস্থা চালু করা হয় এবং সেবাদানকারী বেশিরভাগ অধিদফতরের অফিস উপজেলা পর্যায়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। সে জন্য ১৯৮২ সালে ৪০ হাজার বর্গফুটের উপজেলা কমপ্লেক্স ভবনের ডিজাইন অনুমোদিত হয়। তাছাড়া, উপজেলা পরিষদ আইন-২০১১ অনুসারে প্রতিটি উপজেলায় উপজেলা চেয়ারম্যান ও ২ জন ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি হয়। বর্তমানে উপজেলা পরিষদ সক্রিয়ও রয়েছে। এ জন্য সারাদেশে স্থাপত্য অধিদফতর কর্তৃক ও বাংলাদেশ সরকার অনুমোদিত নতুন ডিজাইনে উপজেলা কমপ্লেক্স নির্মাণ ও বিদ্যমান কমপ্লেক্স সম্প্রসারণের কাজ চলছে। ইতোমধ্যে ৩২টি উপজেলায় নতুন ভবন নির্মাণসম্পন্ন হয়েছে এবং উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২৩৩টি উপজেলা নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সে জন্য ২২৬টি উপজেলা কমপ্লেক্স নির্মাণে ২ হাজার ১২৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) তৈরি করা হয়। প্রকল্পের মেয়াদ প্রস্তাব করা হয় ২০১৭ সালের জুলাই হতে ২০২২ সালের জুন পর্যন্ত। পরবর্তীতে প্রকল্পটির ওপর প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর। পিইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্কলিত ব্যয় কমিয়ে করা হয় ১ হাজার ৯২৫ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ পুনর্নির্ধারণ করা হয় ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। অনুমোদন পেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
×