ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রেস্ট ক্যান্সারের বিষয় প্রকাশ করতে চায় না নারী ॥ সচেতনতার তাগিদ

প্রকাশিত: ০৫:৪০, ২ ডিসেম্বর ২০১৭

ব্রেস্ট ক্যান্সারের বিষয় প্রকাশ করতে চায় না নারী ॥ সচেতনতার তাগিদ

স্টাফ রিপোর্টার ॥ দেশের নারীরা সামাজিকতার কারণে ব্রেস্ট ক্যান্সারের বিষয়টি প্রকাশ করতে চায় না। তাদের এ বিষয়ে সচেতনতার পাশাপাশি ব্রেস্ট ক্যান্সারের জন্য ক্যান্সার ম্যানেজমেন্ট এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন ২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার স্টাডি ফোরাম ও সোসাইটি অব সার্জন অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। ইকবাল সোবহান চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমরা ব্রেস্ট ক্যান্সার মোকাবেলায়ও সাফল্য অর্জন করব নিশ্চয়ই। সচেতনতা সৃষ্টির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব। এজন্য তিনি গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি যারা টাকার অভাবে ক্যান্সারের চিকিৎসা করাতে পারছেন না তাদের চিকিৎসার জন্য সরকারী ও বেসরকারী সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কয়ার হাসপাতালের কনসালটেন্ট অধ্যাপক ডাঃ সানোয়ার হোসেন, সোসাইটি অব সার্জনের সভাপতি অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীরসহ বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৫ দেশের ১৮ বিশেষজ্ঞ চিকিৎসক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নারীর ক্ষমতায়ন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ব্রেস্ট ক্যান্সার মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে সচেতনতা তৈরি হয়। আমাদের চিকিৎসকরা জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে আরও সক্ষমতা অর্জন করেন। অধ্যাপক কামরুজ্জামান বলেন, আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য চিকিৎসা খরচ সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে হবে। এজন্য ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার জন্য স্বল্পমূল্যে ‘আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল’ চিকিৎসা সেবা দিয়ে আসছে বলে তিনি দাবি করেন। অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তথ্যচিত্রের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে ৫ বৈজ্ঞানিক অধিবেশনে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেন ১৮ সার্জন। তারা অনুষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের ওপর তাদের নিজস্ব গবেষণাপত্র উপস্থাপন করেন।
×