ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবজির দাম কমলেও পেঁয়াজের ঝাঁজ কমেনি

প্রকাশিত: ০৫:৩৯, ২ ডিসেম্বর ২০১৭

সবজির দাম কমলেও পেঁয়াজের ঝাঁজ কমেনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সররবরাহ বাড়ায় সবজির দাম আরও কমেছে। প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া ফুলকপি, বাঁধাকপি, মুলা এবং শাকের মতো অন্যান্য সবজির দামও কমতির দিকে। তবে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। খুচরা পর্যায়ে ফের ৯০-৯৫ টাকায় দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে। এছাড়া আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। কেজিতে ৩ টাকা কমে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। এছাড়া কেজিতে ৫-১০ টাকা কমে ব্রয়লার মুরগি ১১০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। চাল, ডাল, ভোজ্যতেল, চিনি এবং আটার দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর কাপ্তান বাজার, ফকিরাপুল বাজার, কাওরান বাজার এবং ফার্মগেট কাঁচা বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের কোন সঙ্কট নেই; কিন্তু দাম বেশি। বেশি দামে ক্রেতা যে কোন পরিমাণ পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন। খুচরা পর্যায়ে পেঁয়াজ আবার বাছাই করে বিক্রি করা হয়ে থাকে। এক দেশীয় পেঁয়াজ তিন দামে বিক্রি করা হয়। সবচেয়ে ভাল মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজিতে। মানের দিক দিয়ে এর পরেরটি ৯০ এবং সর্বনি¤œ মানেরটি ৮৫ টাকায় বিক্রি করা হচ্ছে। একই অবস্থা আমদানিকৃত পেঁয়াজের ক্ষেত্রে। ৮০-৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ। এদিকে, প্রতিদিন রাজধানীর ঢাকার বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ছে। সরবরাহ বাড়ায় কমছে দামও। ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বরবটি, মুলা, লালশাক, পালংশাকসহ সব ধরনের শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে বাজারে। ৪০-৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব সবজি। কাপ্তান বাজারের সবজি বিক্রেতা খলিল জানালেন, প্রতিদিনই সবজির দাম কিছু কিছু কমছে। বাড়ছে সরবরাহ। আশা করছি সবজির দাম শীঘ্রই আরও কমবে। তবে টমেটোর দাম বেড়ে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম এখনও চড়া। গরু, খাসি ও মুরগির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দেশীয় জাতের মাছ ও হাঁসের সরবরাহ বেড়েছে বাজারে।
×