ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৫:৩২, ২ ডিসেম্বর ২০১৭

লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহআলীতে এক লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর শাহআলীর দিয়াবাড়ি এলাকায় মোঃ সেলিম (৩৮) নামে এক লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাহআলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে দিয়াবাড়ী মোড়ে একটি ট্রাক সেলিমের লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ক্ষতিগ্রস্ত হয়। এতে সেলিমের সঙ্গে ওই ট্রাকের চালক ওয়াসিমের ঝগড়া হয়। এক পর্যায়ে ট্রাক চালক ওয়াসিম তার দুই সহযোগীকে নিয়ে সেলিমকে মারধার করে। আহতাবস্থায় সেলিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। ওসি জানান, দুপুরে নিহতের ভাই বাদী হয়ে শাহআলী থানায় হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে ট্রাক চালক ওয়াসিম ও তার দুই সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত ॥ রাজধানীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত (২৫) এক যুবক ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের সামনে বসে আসছিলেন। বিমান বন্দর স্টেশনে ট্রেন প্রবেশ করা মাত্র তিনি ছিটকে পড়ে গিয়ে ওই ট্রেনে নিচে কাটা পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঢাকা রেলওয়ে থানা এএসআই মোঃ রবিউল্লাহ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে সবুজ ও লাল রংয়ের ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি ছিল।
×