ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৪:৩২, ২ ডিসেম্বর ২০১৭

বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১ ডিসেম্বর ॥ মহান বিজয়ের মাস উপলক্ষে সদর উপজেলার টুমচর গ্রামে প্রায় এক হাজার রোগীর চিকিৎসাসেবা দেয়া হয়েছে। লায়ন্সক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইস্ট জেলা ৩১৫ বি টু ও আনোয়ারা-মনছুর ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শুক্রবার দিনব্যাপী এ সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক এ এফ শামছুদ্দিন আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার এ বি মহিউদ্দিন আহমদ, ডাঃ এ কে শফিক উদ্দিন আহমদ, অনুষ্ঠান সমন্বয়কারী লায়ন এ এফ হামিদ উদ্দিন আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার এ কে মনির উদ্দিন আহমদ, আমরা ক’জন মুজিব সেনার প্রতিষ্ঠাতা সভাপতি এ এফ জসীম উদ্দিন আহমদ প্রমুখ। স্বাস্থ্যসেবা শিবিরে ঢাকার আগারগাঁও লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকসহ ফাউন্ডেশনের চিকিৎসকরা রোগী দেখেন। বই দেখে পরীক্ষা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১ ডিসেম্বর ॥ পরীক্ষার হলে হুবহু বই দেখে পরীক্ষা দিল ৯৮ শিক্ষার্থী। শুক্রবার মির্জাপুর মডেল একাডেমি নামে বেসরকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান এই ব্যতিক্রমধর্মী পরীক্ষার আয়োজন করে। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে মনোযোগী ও উৎসাহ দেয়ার জন্যই মেধাবৃত্তিমূলক এ পরীক্ষা নেয়া হচ্ছে বলে একাডেমির অধ্যক্ষ রওশনারা জানান। বই দেখে পরীক্ষা দাও মেধাবৃত্তি জিতে নাও’ রুখবে তোমায় কে? স্লোগানে শুক্রবার সকাল ১০টায় থানা রোডে অবস্থিত মির্জাপুর মডেল একাডেমির দুটি কক্ষে পঞ্চম শ্রেণীর ৯৮ শিক্ষার্থীকে নিয়ে চারটি বিষয়ে বই দেখে পরীক্ষার আয়োজন করা হয়।
×