ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩১, ২ ডিসেম্বর ২০১৭

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ১ ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা পাওয়ার হাউস সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রায়হান তিতুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেজুতি, মুক্তিযোদ্ধা সন্তান ফারুক হোসেন প্রমুখ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করার দাবিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তারা। জামালপুর নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এবং দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ জামালপুর জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে শুক্রবার সকালে জামালপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আইনজীবী মোঃ নজরুল ইসলাম, সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি মোস্তফা বাবুল ও নির্বাহী সদস্য আব্দুল আউয়াল। উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন প্রমুখ।
×