ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭ মার্চের ভাষণের জন্য জাতি আজ গর্বিত ॥ ডেপুটি স্পীকার

প্রকাশিত: ০৪:২৯, ২ ডিসেম্বর ২০১৭

৭ মার্চের ভাষণের জন্য জাতি আজ গর্বিত ॥ ডেপুটি স্পীকার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১ ডিসেম্বর ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত হওয়ায় জাতি হিসেবে আমরা আজ গর্বিত। তাই জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাঙালী জাতি স্বাধীন হতো না তেমনি বাঙালিত্বের সুফলও ভোগ করতে পারতাম না আমরা। তিনি বলেন, বিশ্বের সৎ রাষ্ট্রপ্রধানদের মধ্যে জননেত্রী শেখ হাসিনা তৃতীয়। এটা বিশ্ব স্বীকৃত। অথচ একটি মহল মিথ্যাচারের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে চায়। এটা কখনও হবে না। তাই ’৭১ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। বেসরকারী উন্নয়ন সংগঠন এসকেএস ফাউন্ডেশনের ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী দিনে শুক্রবার এসকেএস ইনের পাকুড়তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসকেএস ফাউন্ডেশনের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন, এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক কুমার সিনহা প্রমুখ।
×