ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৪:২৮, ২ ডিসেম্বর ২০১৭

প্রতিবাদ

গত ২৭ নবেম্বর দৈনিক জনকণ্ঠে ‘বাউফল উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী টাকা অপচয়ের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদের কিছু অংশের প্রতিবাদ করেছেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ ইঞ্জি. মোঃ মজিবুর রহমান। প্রতিবাদলিপিতে তিনি বলেন উপজেলা পরিষদের সব উন্নয়ন সংস্কার। উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত মোতাবেক পরিচালিত হয়। যার কোন ব্যতায় ঘটে না। অধিক্ষেত্রে প্রযোজ্য স্থানে মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ করা হয়। উন্নয়ন ও সংস্কারের কাজগুলো প্রকিউরমেন্ট ২০০৮ অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি প্রকল্পে কমপক্ষে ৬০টি দরপত্র পড়ে, যার কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করেন। যেখানে ব্যক্তি পর্যায়ে কাজ করার সুযোগ থাকে না। প্রতিবেদকের বক্তব্য ॥ উপজেলা চেয়ারম্যান তার প্রতিবাদলিপিতে সংবাদের শেষাংশে সাংবাদিক বর্ণিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছেন, যা সত্য নয়। উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিভাজন, নিজ দলের সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তার ভাবমূর্তি বিনষ্ট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুকসহ নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর (নৌকার) বিপক্ষে প্রার্থী দেয়া এবং তার খামখেয়ালিপনার কারণে ৪৬টি সরকারী প্রাইমারি স্কুলের দফতরি বেতন বাবদ ৮৮ লাখ টাকা ফেরত যাওয়ার প্রতিবাদ করেননি। তথ্য প্রমাণের ভিত্তিতেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। যা দৃশ্যমান।
×