ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজাদপুরে মাঠ সংস্কার কাজ শুরু

প্রকাশিত: ০৪:২৬, ২ ডিসেম্বর ২০১৭

শাহজাদপুরে মাঠ সংস্কার কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১ ডিসেম্বর ॥ ‘শাহজাদপুরের একমাত্র খেলার মাঠ জলাবদ্ধতা দূর করতে অবশেষে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন উদ্যোগ নিয়ে শুক্রবার টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে মাটি ভরাটের কাজ উদ্বোধন করেন। উল্লেখ্য, পৌরসভাধীন লক্ষাধিক জনসংখ্যার একমাত্র ক্রীড়া বিনোদনের স্থান শাহজাদপুর হাইস্কুল মাঠ। দীর্ঘ শত বছরের এই মাঠটি প্রায় ১০ বিঘা আয়তনের। এই মাঠটির অর্ধেক মালিকানা শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল আর অর্ধেক জনসাধারণের জন্য উন্মুক্ত দান করেন তৎকালীন দানবীর খান বাহাদুর মোয়াজ্জেম আলী খান। এরপর থেকেই শাহজাদপুর জনসাধারণের নানা ধরনের খেলাধুলার তৃষ্ণা মেটায় এ মাঠটি। মাঠের পাশ দিয়ে জেলা পরিষদের একটি ক্যানেল থাকলেও অবৈধভাবে দখল করে নেয়ায় একটু বৃষ্টি হলেই মাঠসহ শতাধিক বিঘা জমি নিয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। যে কারণেই খেলাধুলাসহ বিনোদনমূলক কোন কাজে মাঠটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।
×