ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পায়রা বন্দরে নিয়োগসহ ৭ দফা দাবি

প্রকাশিত: ০৪:২৬, ২ ডিসেম্বর ২০১৭

পায়রা বন্দরে নিয়োগসহ ৭ দফা দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পায়রা বন্দরের ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ও অধিগ্রহণকৃত জমির মূল্য ভূমি অধিগ্রহণ আইন-২০১৭ অনুযায়ী প্রদানসহ সাত দফা দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। পায়রা বন্দরের ক্ষতিগ্রস্ত সন্তানদের ব্যানারে শুক্রবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। বদরুদ্দোজা সৈকতের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রভাষক নজরুল ইসলাম, আমিনুল ইসলাম সোহাগ, বাসদ নেতা ডাঃ মণীষা চক্রবর্তী, শামীম হাওলাদার, এইচএম ইমন, জাকির হোসেন, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদ কলাপাড়া। এ অঞ্চলের সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় এলাকাবাসী সরকারকে স্বাগত জানিয়ে জমি অধিগ্রহণে কোন বাধা প্রদান করেনি। কিন্তু এসব উন্নয়ন প্রকল্পে নিয়োগদানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেয়ার বিষয়ে কোন সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন কিংবা কোন কোঠার কথা উল্লেখ করা হয়নি।
×