ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৌরীপুরে ইউএনওর বাসায় ককটেল হামলায় মামলা

প্রকাশিত: ০৪:২৬, ২ ডিসেম্বর ২০১৭

গৌরীপুরে ইউএনওর বাসায় ককটেল হামলায় মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মর্জিনা বেগমের বাসভবনসহ পাঁচ স্থানে ককটেল হামলা ও যুবলীগের সমাবেশস্থলের মঞ্চে আগুন ধরানোর ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নৈশ প্রহরী রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন। শুক্রবার পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। বৃহস্পতিবার গৌরীপুর উপজেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। ককটেল হামলার কারণে উপজেলা যুবলীগের সম্মেলনস্থল বঙ্গবন্ধু চত্বরে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ জানান, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী একটি সুবিধাবাদী চক্র যুবলীগের সম্মেলন প- করতে এই হামলা চালাতে পারে। ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
×