ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি সদস্য ও প্রবাসীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:২৬, ২ ডিসেম্বর ২০১৭

ইউপি সদস্য ও প্রবাসীকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১ ডিসেম্বর ॥ আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়ার বাইশকুড়া বাজারে প্রতিপক্ষের লোকজন ইউপি সদস্য ইসমাইল হোসেন খান ও দুবাই প্রবাসী মহিবুল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করেছে। ধারালো অস্ত্রের কোপে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল খানের ডান পায়ের কনিষ্ঠ তিন আঙ্গুল বিচ্ছিন্ন ও মহিবল্লাহর ডান হাঁটুসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে। রাতেই আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুক্রবার সকালে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকবার হামলা ও ভাংচুরের ঘটনাসহ বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আহত প্রবাসী মহিবুল্লাহ্র ছোট ভাই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আমানউল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য ইসমাইল খান ও প্রবাসী মহিবুল্লাহ্সহ কয়েকজন বাইশকুড়া বাজারে ইউসুফ মল্লিকের দোকানের সামনে গল্প করছিল। এ সময় দক্ষিণ ও উত্তর ভেচকী গ্রামের শামীম, জুয়েল, নান্টু, রাসেল ও আলামিনসহ ১০/১২জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায় ও কুপিয়ে গুরুতর জখম করে। তিনি আরও বলেন, তার প্রবাসী ভাই মহিবুল্লাহ্র কাছে শামীম, জুয়েল, নান্টু কয়েকদিন আগে ১লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তার ভাইকে হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই চাঁদা না দিয়ে থানায় অভিযোগ দায়েরের পর ক্ষিপ্ত হয়ে তাকেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার জানান, এলাকায় গাঁজা, জুয়া এবং ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় ইউপি সদস্য ইসমাইলের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
×