ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিমানযাত্রী টেডি বিয়ার!

প্রকাশিত: ০৪:১০, ২ ডিসেম্বর ২০১৭

বিমানযাত্রী টেডি বিয়ার!

স্কটল্যান্ডের এডিনবরা থেকে ওবান শহরে যাওয়ার পথে বিমানে ভুল করে টেডি বিয়ার ফেলে গিয়েছিল সামার। বিমান থেকে নামার পর বিষয়টি টের পান সামার ও তার মা ডোনা। এরপর ডোনা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে টেডি বিয়ারটি ফিরিয়ে দেয়ার অনুরোধ জানান। বিমানের কেবিনের ক্রুরা তা দেখতে পেয়ে টেডি বিয়ারটিকে ফিরিয়ে দেন। এজন্য বিয়ারটিকে বিমানে আলাদা আসনে বসানো হয়। দেয়া হয় ওয়েফার। - এবিসি নিউজ ভূমিষ্ঠ হলো ‘স্টোন বেবি’... ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে ৫২ বছর বয়সী এক নারীর পেট থেকে অস্ত্রোপচার করে ‘স্টোন বেবি’ অপসারণ করেন চিকিৎসকরা। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সিটি স্ক্যানে পাথরের মতো বস্তু দেখা যায়। ১৫ বছর স্টোন বেবি গর্ভাবস্থায় ছিল। ১৯৯৯ সালে বিয়ের পর ২০০০ সালে প্রথম সন্তান হয় ওই নারীর। ২০০২ সালে আবার গর্ভবতী হন তিনি। তবে সে সময় গর্ভপাত করানো হয়। গর্ভপাত সঠিকভাবে না হওয়ায় ১৫ বছর থেকে যায়। -টাইমস অব ইন্ডিয়া
×