ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেরুজালেমকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র!

প্রকাশিত: ০৪:১০, ২ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্র!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার কথা বিবেচনা করছেন। এটি এমন একটি পদক্ষেপ, যা কয়েক দশক ধরে চলে আসা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনা সৃষ্টি হবে। আশা করা হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিষয়টি আরও বিলম্বিত হবে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এসব কথা বলেন। খবর ইয়াহু নিউজের। জেরুজালেম শহরটি ইহুদী, মুসলমান ও খ্রীস্টানদের কাছে পবিত্র স্থান। ফিলিস্তিনীরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যত দেশের রাজধানী করতে চায়। এ কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় শহরটিতে ইসরাইলের দাবিকে স্বীকৃতি দেয়নি। মাসব্যাপী হোয়াইট হাউস সম্মেলনে একান্তভাবে চেষ্টা করা হয়েছে একটি ঘোষণাপত্র তৈরি করার। যাতে আগামী সপ্তাহে ট্রাম্প ইসরাইল-ফিলিস্তিনী সংঘাত নিরসনে একটি ভারসাম্য রক্ষা করার নীতি সংবলিত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। এতে অভ্যন্তরীণ দাবি ও ইহুদী বসতি স্থাপনকারীদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে ভারসাম্য রক্ষার কথা বলা হয়। ট্রাম্প এখন এমন পরিকল্পনার কথা ভাবছেন, যার অধীনে তিনি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেবেন। কর্মকর্তারা বলেন, হোয়াইট হাউসের সাবেক প্রেসিডেন্টদের কার্যক্রমে জেরুজালেমে ইসরাইলী রাজধানী স্থাপনের বিষয়টি শান্তি আলোচনার অধীনে সিদ্ধান্ত নেয়ার জন্য নির্ধারিত ছিল। কিন্তু বিষয়টি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সরে আসার ওপর বেশি জোর দিয়েছেন। পদক্ষেপটি প্রেসিডেন্টের বিবৃতি বা বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের নতুন এই প্রচেষ্টা ত্বরান্বিত করা হলে, ফিলিস্তিনীদের পাশে থাকা আরব বিশ্ব ক্ষুব্ধ হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদী ইসরাইল ও ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করার পথটি রুদ্ধ করে দেবে।
×