ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ট্রেনিং ইনস্টিটিউটে জঙ্গী হামলা ॥ নিহত ১১ আহত ৩৭

প্রকাশিত: ০৪:০৯, ২ ডিসেম্বর ২০১৭

পাকিস্তানে ট্রেনিং ইনস্টিটিউটে জঙ্গী হামলা ॥ নিহত ১১ আহত ৩৭

পাকিস্তানের পেশোয়ারে একটি ট্রেনিং ইনস্টিটিউটে তালেবান বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী ও একজন কর্মী। খবর ডনের। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার ভোরের দিকে হামলাকারীরা বোরকা পরে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে প্রবেশ করে তাণ্ডব চালায়। হামলাকারী অন্তত তিনজন ছিল। ক্যাম্পাসের ভেতর অন্তত একটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। সেনা ও পুলিশের যৌথ বাহিনী দুই ঘণ্টার অভিযানে হামলাকারী সবাইকে হত্যা করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। পাকিস্তান তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। পেশোয়ার পুলিশ প্রধান তাহির খান বলেন, বোরকার আড়ালে নিজেদের লুকিয়ে বন্দুকধারীরা একটি অটো-রিক্সায় করে কলেজের সামনে আসে এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে ক্যাম্পাসে প্রবেশ করে। আহত এক শিক্ষার্থী জানান, সাধারণত কলেজের ছাত্রাবাসে প্রায় চারশ শিক্ষার্থী থাকে। কিন্তু লম্বা ছুটি পড়ায় অনেকেই বাড়িতে চলে গেছে। এখন ১২০ জনের মতো ছাত্র এখানে আছে। তিনি বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎই গুলির শব্দ শুনতে পাই। কয়েক সেকেন্ডের মধ্যে আমি উঠে পড়ি এবং দেখি সবাই দৌড়াচ্ছে আর ‘তালেবান হামলা করেছে’ বলে চিৎকার করছে।’ হায়াতাবাদ মেডিক্যাল কমপ্লেক্সের চিকিৎসক শেহজাদ আকবর বলেন, আমাদের এখানে আনা আহতদের মধ্যে ছয় জন মারা গেছে এবং ১৮ জনের চিকিৎসা চলছে। খাইবার টিচিং হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে, সেখানে চিকিৎসা চলছে ১৭ জনের। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান বন্দুকধারীদের হামলায় ১৩৪ শিশু শিক্ষার্থী নিহত হয়।
×